এক্সপ্লোর
Advertisement
বিশাখাপত্তনমের ম্যাচে সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াই কোহলি-ব্রিগেডের
চেন্নাইয়ে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের। তিন ম্যাচের সিরিজে ভারত ১-০ পিছিয়ে। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে বুধবার বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে মেন ইন ব্লু ব্রিগেডকে।এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক বোলিং কম্বিনেশন বেছে নেওয়া।
নয়াদিল্লি: চেন্নাইয়ে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের। তিন ম্যাচের সিরিজে ভারত ১-০ পিছিয়ে। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে বুধবার বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে মেন ইন ব্লু ব্রিগেডকে।এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক বোলিং কম্বিনেশন বেছে নেওয়া।
ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয় কায়রন পোলার্ডের কেরিয়ারে অধিনায়ক হিসেবে নয়া মাত্রা জুড়বে। যদিও সমস্ত হিসেব উল্টে দিতে পারে রোহিত শর্মার একটা ইনিংস বা বিরাট কোহলির আরও একটা সেঞ্চুরি।
চেন্নাইয়ের ঢিমে গতির পিচে ২৮৭ রান ডিফেন্ড করতে পারেনি ভারতের বোলিং রান আপ। তাই বিষয়টি যে টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, তা নিয়ে সংশয় নেই।
চেন্নাইয়ে শিমরন হেটমেয়ার ও শাই হোপের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ওটেস্ট ইন্ডিজ হারিয়েছিল ভারতকে। বুধবারের ম্যাচে ভারতের টিম ম্যানেজমেন্ট পঞ্চম বোলারের বিষয়টি গুরুত্ব দেবে বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে কোনও স্পেশ্যালিস্ট বোলারকেও খেলানোর কথা বিবেচনা করে দেখা হতে পারে।
চেন্নাইয়ে হারের সবচেয়ে বড় কারণ দুই স্পিনার রবীন্দ্র জাডেজা (১০ ওভারে ০/৫৮) ও কুলদীপ যাদব (১০ ওভারে ০/৪৫) সেভাবে প্রভাব ফেলতে না পারা।
ক্যারিবিয়ান শিবিরে হেটমেয়ারই নিঃসন্দেহে প্রধান ভরসা। তাঁর উইকেট দ্রুত তুলে নেওয়াটাই ভারতীয় দলের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।
ক্যারিবিয়ান পেসাররাও, বিশেষ করে, শেলডন কোট্রেল ও আলজারি জোসেফ চেন্নাইয়ের ম্যাচে ভালো পারফর্ম করেন। বিশেষ করে ভারতের ইনিংসের শেষ দিকে তাঁরা বেশ কার্যকরী ভূমিকা নিয়েছিলেন।
কিমো পলও তাঁর ভূমিকা যথাযথভাবে পালন করেন। বৈচিত্র ও স্লোয়ার ডেলিভারি সঠিকভাবে ব্যবহার করার জন্য ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাক অবশ্যই বাহবা পেতে পারে।
কিন্তু বিশাখাপত্তনমের পিচে ক্যারিবিয়ান পেস-ত্রয়ীর কাছে চ্যালেঞ্জটা অন্য রকম হতে পারে। দুপুর দেড়টা ম্যাচ শুরু।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement