Yashasvi Jaiswal Run Out: ক্যাপ্টেনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ডাবল সেঞ্চুরি হাতছাড়া যশস্বীর? শুভমনকেই দুষছে নেট নাগরিকরা!
Ind vs WI Test Match: ক্রিজে জমে যাওয়া যশস্বীকে রান আউট করতে দেরি করেননি উইকেট কিপার। ঘটনার পর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন যশস্বী। প্যাভেলিয়নে ফিরে যাওয়ার আগে গিলের সঙ্গে কথাও হন।

নয়া দিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে বড় রানের লক্ষ্যমাত্রা রাখার মতোই খেলছিল ভারত। প্রথম টেস্টে তেমন রান না করতে পারলে দ্বিতীয় টেস্টে ওপেনিং থেকেই নজর কাড়ছিলেন যশস্বী জয়সওয়াল। আত্মবিশ্বাস, ধৈর্য এবং প্রয়োজনে মারমুখী ব্যাটিং, সব মিলিয়ে প্রথম দিন শেষেই নিজের স্কোরকার্ডে ১৭৩ রান রেখেছিলেন যশস্বী।
দ্বিতীয় দিনের শুরুতে আত্মবিশ্বাসী ছিলেন এই বাঁ হাতি ব্যাটার। ১৭৩ রান দিয়ে দিন শুরু করা জয়সওয়াল টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যানদের একজন হওয়ার আশা করেছিলেন, কিন্তু তার ইনিংসটি সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়েছে। যশস্বি বলটি মিড-অফ এলাকায় পাঠান এবং ফিল্ডারের প্লেসমেন্ট না দেখে এবং শুভমন গিলের কলে পিচের অর্ধেক সীমা ছাড়িয়ে এগিয়ে যান। তারপর নন-স্ট্রাইকার গিল তাকে ফেরত পাঠান। কিন্তু দুর্ভাগ্যবশত, তার ফিরে আসার জন্য পর্যাপ্ত সময় ছিল না।
ক্রিজে জমে যাওয়া যশস্বীকে রান আউট করতে দেরি করেননি উইকেট কিপার। ঘটনার পর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন যশস্বী। প্যাভেলিয়নে ফিরে যাওয়ার আগে গিলের সঙ্গে কথাও হন। মনক্ষুণ্ণ হয়েছেন বোঝা যায় বাচনভঙ্গি ও অভিব্যক্তিতে। এই ম্যাচে ডাবল সেঞ্চুরি করলে এটি তাঁর টেস্ট ফর্ম্যাটে তৃতীয় ডাবল সেঞ্চুরি হত।
এদিকে যশস্বীর এই রানআউট ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বেশিরভাগ নেটনাগরিকই এই আউটে দুষেছেন ক্যাপ্টেন শুভমন গিলকে। তিনি নন স্ট্রাইকার এন্ডে থেকে যশস্বীকে ডেকে শেষে ফেরত পাঠানোর সিদ্ধান্তেই রেকর্ড হাতছাড়া হয় বাঁ হাতি ব্যাটারের, এমনই অভিযোগ করছেন তাঁরা। অনেকে তো শুভমন গিলকে নিয়ে পোস্ট করেছেন যে, তিনি অপর প্লেয়ারের প্রতি সবসময়ই 'ঈর্ষান্বিত'। এমনকী এর আগে রোহিত শর্মাকেও এমনভাবে রানআউট করে করেছিলেন ছবি দিয়ে তা পোস্টও করেন।
Meet Shubman Gill,
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) October 11, 2025
Recently Replaced Rohit Sharma as ODI captain by failing in knockouts and doing yes sir yes sir to Gautam Gambhir.
Today his insecurities reached a level where he stolen a deserving 200 from Yashasvi Jaiswal by making him runout. pic.twitter.com/sU3dTZ3teX
তবে অনেকে আবার পাশে দাঁড়িয়েছে অধিনায়কের। সেই সব পোস্টে বলা হয়েছে, ভুল ছিল যশস্বী। অল্প বয়সি এই ব্যাটার এর আগেও একাধিকবার নন স্ট্রাইকার এন্ড থেকে কল না পেলেও রান নিতে এগিয়ে যান বলে দাবি করেছে।
Don't give hate to Shubman Gill unnecessary for this runout. Below is my assessment of Jaiswal's runout.
— Rajiv (@Rajiv1841) October 11, 2025
I watched it now so I can tell you with 200% conviction that it was Yashasvi Jaiswal's fault. He has this bad habit of running after hitting direct into the hands of fielder… pic.twitter.com/uLJopxmib6
এদিন ধারাভাষ্যর সময় যশস্বীর ব্যাটিংয়ের প্রশংসা করেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে। তিনি বলেন, 'এইটুকু কেরিয়ারে সে দেখিয়েছে যে সে সুযোগ পেলে তা নষ্ট করে না বরং তা কাজে লাগায়। এই ইনিংসটা দেখতে অসাধারণ ছিল। উপভোগ করছিলাম।'























