IND vs WI, 3rd ODI Preview: ধবনদের সামনে অনন্য রেকর্ড গড়ার হাতছানি, কখন, কোথায় দেখবেন ভারত-উইন্ডিজের তৃতীয় ওয়ান ডে?
IND vs WI, 3rd ODI, Queen's Park Oval Stadium: রুতুরাজ, অর্শদীপ সিংহরা এখনও একটিও ম্যাচে সুযোগ পাননি। সিরিজ জয়ের পর শেষ ম্যাচে এদের কাউকে প্রথম একাদশে দেখা যায় কিনা, সেই দিকে নজর থাকবে।
পোর্ট অফ স্পেন: ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরেছে ভারত, গড়ে ফেলেছে বিশ্বরেকর্ডও। এবার উইন্ডিজদের তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার হাতছানি ভারতের সামনে।
ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে এর আগে কোনও ভারতীয় দল তিন বা ততোধিক ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করতে সক্ষম হয়নি। সেই অর্থে রেকর্ড গড়ার লক্ষ্যে আজ, বুধবার (২৭ জুলাই) তৃতীয় ওয়ান ডে খেলতে (IND vs WI 3rd ODI) মাঠে নামবে ভারত। মাত্র তৃতীয় দল হিসাবে একই বছরে কোনও প্রতিপক্ষকে ওয়ান ডে সিরিজে দেশে ও দেশের বাইরে হোয়াইটওয়াশ করার সুযোগও রয়েছে ভারতের সামনে। এই বছর ঘরের মাঠে রোহিতের ভারতও উইন্ডিজদের হোয়াইটওয়াশ করেছিল। সুতরাং, তৃতীয় ম্যাচ জয়ের এই রেকর্ডগুলি কিন্তু বাড়তি উদ্যম জোগাতে পারে।
তবে তুলনামূলক তরুণ দল এই সিরিজে খেলেছে। তরুণদের পরখ করে নেওয়াটাও জরুরি। রুতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিংহরা এখনও একটিও ম্যাচে সুযোগ পাননি। সিরিজ জয়ের পর শেষ ম্যাচে এদের কাউকে প্রথম একাদশে দেখা যায় কিনা, সেই দিকে নজর থাকবে। নজর থাকবে রবীন্দ্র জাডেজার ফিটনেসের উপরও। জাডেজা চোটের কারণে প্রথম দুই ম্যাচ খেলবেন না বলে জানানো হয়েছিল। এই ম্যাচের আগে তাকে নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। জাডেজার ফিট হওয়াটা যে কতটা জরুরি, তা আলাদা করে বলে দিতে হয়না।
আজকের ম্যাচ
আজ ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ
কোথায় হবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি?
এই ম্যাচটি হবে কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদে
কখন শুরু হবে খেলা?
ভারতীয় সময় অনুসারে ভারত-ইংল্যান্ডের এই ওয়ান ডে ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টায়
কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচটি?
এই খেলাটি দেখা যাবে ডিডি স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?
অনলাইনে ফ্যানকোড অ্যাপে
আরও পড়ুন: ক্রিকেটের 'হোম' লর্ডসেই আয়োজিত হবে পরপর দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল