IND vs WI: প্রসিদ্ধ কৃষ্ণর জার্সি পড়ে মাঠে দীপক হুডা, কিন্তু কেন?
Deepak Hooda: প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর ২৪ নম্বর নামাঙ্কিত জার্সি পড়েই মাঠে নেমেছিলেন হুডা।
ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। তবে গতকাল মাঠে দীপক হুডার(Deepak Hooda) জার্সি দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। মাঠে নামা হুডার জার্সির পেছনে লেখা প্রসিদ্ধ কৃষ্ণ (Prasiddha Krishna)। তরুণ পেসারের ২৪ নম্বর নামাঙ্কিত জার্সি পড়েই মাঠে নেমেছিলেন হুডা। কিন্তু কেন?
প্রসিদ্ধর জার্সি পরে মাঠে হুডা
প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর ২৪ নম্বর নামাঙ্কিত জার্সি পড়েই মাঠে নেমেছিলেন হুডা। এই বিষয় যদিও টিম ম্য়ানেজমেন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও সোশাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই সবাই ক্রুণাল পাণ্ড্যর জার্সির জাতীয় দলে খেলার সময় ছবিকে টেনে এনেছেন। আসলে ক্রুণাল জাতীয় দলের জার্সিতে ২৪ নম্বর জার্সি পড়েন। আর দীপক হুডার সঙ্গে ক্রুণালের অম্লমধুর সম্পর্কের বিষয় সবার জানা। ২০২১ সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে খেলার সময় ঝামেলায় জড়ান হুডা ও ক্রুণালের। যদিও পরবর্তীতে ২ জনেই লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলছেন আইপিএলে একই দলে। এর আগে একবার সুরেশ রায়নার জার্সি পড়ে খেলতে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যেই ছবিও ভাইরাল হয়েছে।
Krunal Pandya wore 24 for India and now Hooda is also wearing 24.
— Chutesuwar_Pujari (@PujaraDolan) July 24, 2022
Pure bond 🤝 pic.twitter.com/wNSTlGUkNG
Ganguly wearing the jersey of Raina.
— Johns. (@CricCrazyJohns) July 24, 2022
Hooda wearing the jersey of Prasidh. pic.twitter.com/Y3rCUeCYbn
উল্লেখ্য, গতকাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করছেন অক্ষর পটেল। ভারতীয় দলের জার্সিতে এমনটা বারবার দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটে। কিন্তু এবার অক্ষর পটেলের ব্যাটে সেই স্মৃতি ফিরল। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন বাঁহাতি এই তরুণ অলরাউন্ডার। টেল এন্ডারদের নিয়ে একাই ব্যাট হাতে ৩৫ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেললেন অক্ষর (Axar Patel)। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
আরও পড়ুন: রূদ্ধশ্বাস জয় ভারতের, শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন অক্ষর