IND vs WI: কাল ওপেনে ঈশান কিষাণ, টেস্টের নেতৃত্ব নিয়ে ভাবছেন না রোহিত
IND vs WI: ময়ঙ্ক অগ্রবাল দলের সঙ্গে যোগ দিলেও এখনও আইসোলনেশনে। এই পরিস্থিতিতে আগামীকাল প্রথম ওয়ান ডে ম্যাচে ওপেন করে করবেন? এটাই ছিল প্রশ্ন।
আমদাবাদ: শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াডের করোনা। ময়ঙ্ক অগ্রবাল দলের সঙ্গে যোগ দিলেও এখনও আইসোলনেশনে। এই পরিস্থিতিতে আগামীকাল প্রথম ওয়ান ডে ম্যাচে ওপেন করে করবেন? এটাই ছিল প্রশ্ন। উত্তর বাতলে দিলেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগের দিন সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক জানিয়ে দিলেন যে কালকের ম্যাচে ঈশান কিষাণই নামবেন ওপেন করতে রোহিতের সঙ্গে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ''ঈশান কিষাণ একমাত্র বিকল্প এখন আমাদের কাছে। কোভিডের জন্য অনেক সমস্যায় পড়তে হয় আমাদের। শিখর দক্ষিণ আফ্রিকায় ভাল খেলেছিল। কিন্তু ওঁর করোনা হয়ে গেল। রুতুরাজও আক্রান্ত। ময়ঙ্ক এখনও আইসোলেশন পিরিয়ডে। ফলে ঈশানই কাল আমার সঙ্গে ওপেন করতে নামবে। আশা করি ওর কোনও চোট নেই।''
বিরাট কোহলি যখন নেতৃত্ব ছিলেন তখন তিনি ডেপুটি ছিলেন তাঁর। আসন্ন সিরিজে প্রথমবার রোহিতের নেতৃত্ব খেলতে নামবেন বিরাট। কীভাবে দেখছেন? রোহিত বলেন, ''বিরাট যখন ক্যাপ্টেন ছিল, আমি তখন ভাইস ক্যাপ্টেন ছিলাম। বিরাট যেখানে ছেড়েছে, সেখান থেকেই দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর কিছুই নয়। সবাই জানে যে কার কী কাজ। কাকে কী করতে হবে। কাউকে আলাদা করে কিছু বলে দেওয়ার দরকার পড়ে না। আমাদের লক্ষ্য সবার একই। দেশের হয়ে জয়।''
দক্ষিণ আফ্রিাকায় সিরিজ হারতে হয়েছে। এরপর ঘরের মাঠে খেলতে নামবে দল। আলাদা চাপ? ভারত অধিনায়ক বলছেন, "এখানে চাপের কিছুই নেই। দক্ষিণ আফ্রিকায় আমরা ভাল খেলতে পারিনি এটা ঠিক। কিন্তু গত কয়েক বছরে যদি তথ্য তুলে ধরা যায়, তবে দেখা যাবে যে আমরা প্রচুর ওয়ান ডে ম্যাচ জিতেছি। তাই অতিরিক্ত কোনও চাপ নেই। আমরা ভাল খেলব, এই বিষয়ে আশাবাদী। ওখানে যেই ভুলগুলো হয়েছে, দলগতভাবে সেইগুলো শুধরে নিতে হবে শুধু।''
সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের অধিনায়ক আপনি এখন। টেস্টে কে হবেন অধিনায়ক? বোর্ডের তরফে আপনাকে কিছু বলা হয়েছে? হিটম্য়ানের কথায়, টেস্টে নেতৃত্ব নিয়ে আমি কিছু ভাবছিই না। বোর্ডের সঙ্গেও এ নিয়ে কোনও কথা হয়নি। এখন আমার একটাই ফোকাস যে সামনে ৬টি ম্যাচ (৩টি-টোয়েন্টিও আছে) ভাল খেলা। দলকে নেতৃত্ব দেওয়া ও সাফল্য অর্জন করা। টেস্টের নেতৃত্বের ব্যাপারে পরে ভাবা যাবে।''