India vs West Indies: পেসারদের জন্য বাড়তি সুবিধা, বৃষ্টি কাঁটা হতে পারে টেস্টের পাঁচদিনই
Ind vs WI 2nd Test: ম্যাচের পাঁচদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে পোর্ট অফ স্পেনে। যদিও অনেকে মনে করছেন, বৃষ্টিতে সময় নষ্ট হলেও ম্যাচের ফয়সালা সম্ভব।
পোর্ট অফ স্পেন: সিরিজে ১-০ এগিয়ে ভারত। টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারিত হবে আজ থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে। ড্র করলে বা ভারত জিতলে সিরিজ রোহিত শর্মাদের (Rohit Sharma)। আর সিরিজ অমীমাংসিত রাখতে হলে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে (Ind vs WI)।
আর সেই ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি। ম্যাচের পাঁচদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে পোর্ট অফ স্পেনে। যদিও অনেকে মনে করছেন, বৃষ্টিতে সময় নষ্ট হলেও ম্যাচের ফয়সালা সম্ভব। কারণ, প্রথম টেস্টে ভারতীয় দল মাত্র তিনদিনের মধ্যে জয় ছিনিয়ে নিয়েছিল।
কুইন্স পার্ক ওভালে ২০১৮ সালের পর থেকে গত ৫ বছরে আর কোনও টেস্ট ম্যাচ হয়নি। তবে এই মাঠে বরাবরই রাজত্ব করেছেন পেসাররা। এই মাঠে পেসারদের গড় ২৭.৩৯। অর্থাৎ, প্রত্যেক ২৭.৩৯ রান খরচ করার ব্যবধানে একটি করে উইকেট পেয়েছেন জোরে বোলাররা। স্ট্রাইক রেট ৬১। অর্থাৎ, প্রত্যেক ৬১ বল অন্তর উইকেট তুলেছেন পেসাররা। অন্যদিকে স্পিনারদের গড় ৩৬.৫৭। অর্থাৎ, একটি উইকেট তুলতে ৩৬.৫৭ রান খরচ করে থাকেন স্পিনাররা। স্পিনারদের এই মাঠে স্ট্রাইক রেট ৮৮.৭। যার অর্থ, প্রত্যেক ৮৮.৭ বল অন্তর উইকেট তোলেন স্পিনাররা। এবারও ছবিটা একই থাকার সম্ভাবনা। ভারতীয় স্পিনার আর অশ্বিন প্রথম টেস্টের মতোই ভয়ঙ্কর হয়ে ওঠেন কি না, সেটা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
Preps ✅#TeamIndia READY for the 2️⃣nd Test in Trinidad👍#WIvIND pic.twitter.com/tlC8GcCcav
— BCCI (@BCCI) July 20, 2023
রোহিত জানিয়ে দিয়েছেন যে, ভারতীয় দলে ব্যাপক কোনও পরিবর্তন হবে না। ঈশান কিষাণকেই হয়তো খেলানো হবে উইকেটকিপার হিসাবে। ভারতীয় দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।
এই টেস্টের দল থেকে রেমন রিফারকে বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর পরিবর্তে অভিষেক হতে পারে কার্ক ম্যাকেঞ্জির। জ়োমেল ওয়ারিকান বা রাহকিম কর্নওয়ালের পরিবর্তে শ্যানন গ্যাব্রিয়েলকেও খেলাতে পারে ওয়েস্ট ইন্ডিজ়। বুকের সংক্রমণে আক্রান্ত কর্নওয়াল পুরোপুরি সুস্থ না হলে অফস্পিনার অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ারকেও দেখা যেতে পারে তাঁর পরিবর্তে।
আরও পড়ুন: এশিয়া কাপে কবে ভারত-পাক মহারণ? কোথায় হবে খেলা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন