IND vs WI T20: ঠিকানা বদলাতে পারে সিরিজের শেষ দুই ম্যাচের, কিন্তু কেন?
IND vs WI: ৬ ও ৭ অগাস্ট অর্থাৎ আসন্ন শনি ও রবিবার মায়ামি, ফ্লোরিডায় সিরিজের শেষ দুই ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এই ম্যাচ দু'টি আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়েছে উইন্ডিজ বোর্ড।
ত্রিনিদাদ: আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs WI 2nd T20I) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে একে অপরের মুখোমুখি হচ্ছে। কালই পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলা হবে। এরপরেই ওয়েস্ট ইন্ডিজ ছাড়ার কথা ছিল দুই দলের।
শেষ দুই ম্যাচ নিয়ে সমস্যা
সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা মায়ামি, ফ্লোরিডায়। তবে সেই দুই ম্যাচ আদৌ সেখানে আয়োজন করা যাবে কি না, সেই নিয়ে এখন প্রশ্ন উঠছে। আসলে এখনও পর্যন্ত দুই দলের বহু খেলোয়াড়ই যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। সেই কারণেই তাদের ফ্লোরিডায় সফর করাটা এখনও সুনিশ্চিত নয়। এর জেরেই সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু বদল করা বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে খবর।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই ম্যাচ?
গোটা ঘটনার বিষয়ে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, 'ক্যারিবিয়ানেই ওই ম্যাচগুলি (শেষ দুই টি-টোয়েন্টি) হওয়াটা অসম্ভব কিছু নয়। তবে এই ভিসাজনিত সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে। যতক্ষণ আমরা এই ভিসার বিষয়ে কোনও নিশ্চয়তা না পাচ্ছি, ততক্ষণ এর পাশাপাশি সম্ভাব্য বিকল্পগুলি নিয়েও আলাপ আলোচনা করা হচ্ছে।' ৬ ও ৭ অগাস্ট অর্থাৎ আসন্ন শনি ও রবিবার ফ্লোরিডায় সিরিজের শেষ দুই ম্যাচ আয়োজিত হওয়ার কথা। সুতরাং, এই সমস্যা সমাধানের দ্রুত কোনও পথ বের করতে হবে।
তবে ওয়েস্ট ইন্ডিজে খেলা হলে মন্দ হয় না। ভারতীয় দল ইতিমধ্যেই চলতি সফরে নিকোলাস পুরানের ওয়েস্ট ইন্ডিজ দলকে (West Indies Cricket Team) হোয়াইটওয়াশ করেছে। এরপর দাপুটে ভঙ্গিমায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচও ৬৮ রানে জিতে নিয়েছে। সুতরাং, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই যদি সিরিজের শেষ দুই ম্যাচও অনুষ্ঠিত হয়. তাহলে ভারতীয় দল (Indian Cricket Team) খুব একটা অখুশি হবে বলে মনে হয় না।
আরও পড়ুন: আজ জিতলেই পাকিস্তানের অনন্য় নজিরে ভাগ বসানোর হাতছানি ভারতের সামনে