IND vs ZIM, 3rd ODI Preview: জিতলেই পাকিস্তানের সর্বকালীন রেকর্ডে ভাগ বসানোর হাতছানি ভারতের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IND vs ZIM, 3rd ODI, Harare Sports Club: নজরে কেএল রাহুলের ফর্ম। তৃতীয় ওয়ান ডেতে দলে কী সুযোগ পাবেন রুতুরাজ গায়কোয়াড়, শাহবাজ আহমেদরা?
হারারে: প্রথম দুই ম্যাচেই দাপুটে মেজাজে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ ইতিমধ্যেই পরেটে পুরে নিয়েছে ভারতীয় দল। কাল, জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ান ডেতে (IND vs ZIM 3rd ODI) মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। একদিকে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করার হাতছানি তো আছেই। পাশাপাশি এই ম্য়াচ জিতলেই এক সর্বকালীন রেকর্ডও গড়ে ফেলতে পারে টিম ইন্ডিয়া। কী সেই রেকর্ড?
জিম্বাবোয়ের বিরুদ্ধে এখনও অবধি ওয়ান ডেতে মোট ৫৩টি ম্যাচ জিতেছে ভারত। তাদের হারানোর ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। পাকিস্তান জিম্বাবোয়েকে সর্বাধিক ৫৪টি ওয়ান ডে ম্যাচে হারিয়েছে। কাল যদি ভারত ম্যাচ জেতে, তাহলেই জিম্বাবোয়ের বিরুদ্ধে সর্বাধিক ওয়ান ডে ম্যাচ জেতার পাকিস্তানের কৃতিত্বে ভাগ বসাবে। তাই এই রেকর্ড গড়ার হাতছানি ম্যাচে একটু বাড়তি গুরুত্ব যোগ করতে পারে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের বিরুদ্ধে জিম্বাবোয়ে যেমন সর্বাধিক ৩০টি ওয়ান ডে জিতেছে, তেমন বাংলাদেশও ৫১টি ওয়ান ডে ম্যাচ জিতেছে তাদের বিরুদ্ধে।
এছাড়া ভারতীয় সমর্থকরা মূলত দুইটি বিষয়ের জন্য এই ম্যাচে নজর রাখতে পারেন। এক হল কেএল রাহুলের (KL Rahul) ফর্ম। প্রথম ম্যাচে ব্যাট পাননি, দ্বিতীয় ম্যাচে ওপেন করেও মাত্র ১ রানেই সাজঘরে ফিরেছেন রাহুল। সামনেই এশিয়া কাপ। বহুদিন পরে জাতীয় দলে কামব্যাক করা রাহুলের তাই ফর্মে ফেরাটা খুব জরুরি। তিনি কেমন খেলেন সেটার দিকে নজর তো থাকবেই। নজর থাকবে ভারতীয় দলে কোনও বদল ঘটে কি না তার দিকেও। সিরিজ ইতিমধ্যেই পকেটে। রুতুরাজ গায়কোয়াড়, শাহবাজ আহমেদরা এখনও কিন্তু একটি ম্যাচে দলে সুযোগ পাননি। তাই তাদের পরখ করে দেখা হবে কি না এবং সুযোগ পেলে এই তরুণরা কেমন খেলেন, সেই দিকে নজর থাকবে। কখন, কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচ, জেনে নিন।
কবে তৃতীয় ওয়ান ডেতে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে?
ভারত ও জিম্বাবোয়ে তৃতীয় ওয়ান ডে খেলবে ২২ অগাস্ট, সোমবার।
কোথায় খেলা হবে ম্যাচ?
তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলা হবে জিম্বাবোয়ের হারারেতে।
ক'টা থেকে শুরু হবে ম্যাচ?
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২.৪৫ থেকে শুরু হবে ম্যাচটি।
কোথায় দেখা যাবে এই সিরিজ?
সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে এই ম্যাচ সম্প্রচার করা হবে। এছাড়া অনলাইনে সোনি লিভ অ্যাপের মাধ্যমেও ম্যাচগুলি দেখা যাবে।
জিম্বাবোয়ে সফরে ভারতের সম্পূর্ণ স্কোয়াড:-
কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধবন (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ।
আরও পড়ুন: ম্যাচ সেরা হয়েও আক্ষেপ সঞ্জু স্যামসনের, কিন্তু কেন?