IND vs ZIM 2nd ODI: ম্যাচ সেরা হয়েও আক্ষেপ সঞ্জু স্যামসনের, কিন্তু কেন?
Sanju Samson: জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৯ বলে অপরাজিত ৪৩ রানের একটি ইনিংস খেলেন স্যামসন। পাশাপাশি ম্য়াচে তিনটি ক্যাচও নিয়েছেন তিনি। এর জেরেই তাঁকে ম্যাচ সেরা ঘোষণা করা হয়।
হারারে: প্রথম ওয়ান ডের মতো ওতটা দাপুটে ভঙ্গিমায় না হলেও, শনিবার (২০ অগাস্ট) জিম্বাবোয়েকে দ্বিতীয় ওয়ান ডেতে (IND vs ZIM 2nd ODI) পরাস্ত করে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। ১৪৬ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)।
ম্যাচ সেরা হয়েও আক্ষেপ
এক সময় ভারতীয় দল পর পর উইকেট হারিয়ে একটু চাপে পড়লেও, ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত টিকে থেকে ভারতকে ম্য়াচে জয় এনে দেন স্যামসন। তিনি ৩৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। এর পাশাপাশি ম্যাচে তিনটি ক্যাচও ধরেন সঞ্জু। তাই শার্দুল ঠাকুর বল হাতে তিন উইকেট নিলেও, তাঁকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়। তবে ম্যাচ সেরা হয়েও সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে পারছেন না স্যামসন। একটি ভুল করার আক্ষেপ তাড়া করছে তাঁকে। ম্যাচ শেষে সেই বিষয়টা খোলসা করে জানিয়েও দেন ভারতের তারকা কিপার ব্যাটার।
সঞ্জুর বক্তব্য
তিনি বলেন, 'ক্রিজে যতুটুকুই সময় কেউ কাটাক না কেন, তার সেটা ভাল লাগাটা খুবই স্বাভাবিক। আমি তিনটি ক্যাচ ধরেছি বটে, তবে একটি স্টাম্পিং মিসও তো করি। কিপার হিসাবে আমরা নিজেদের ভুলের বিষয়টা শোনায় বেশি অভ্যস্ত। আমি কিপিং ও ব্যাটিং করে দলে জয়ের অবদান রাখতে পারায় ভীষণ খুশি। এই ম্যাচে ফাস্ট বোলাররা খুবই দ্রুতই এই পিচে কেমন বোলিং করতে হবে, সেটা ধরে নিতে পেরেছিল। ওদের বিরুদ্ধে আজ কিপিংটা করতে কিন্তু সত্যি বলতে বেশ মজাই লেগেছে।'
১৬২ রান তাড়া করতে নেমে রাহুল আউট হওয়ার পর, গত ম্যাচের দুই নায়ক শিখর ও গিল, উভয়েই শুরুটা ভাল করেছিলেন বটে। তবে দুইজনেই ৩৩ রানে সাজঘরে ফেরেন। ঈশান কিষাণও ব্যর্থ। তিনি ছয় রান করেন। মাঝে পরপর উইকেট হারিয়ে ক্ষণিকের জন্য ভারত একটু চাপে পড়েছিল বটে, তবে দীপক হুডা ও সঞ্জু স্যামসন ইনিংস সামলে নেন। হুডা অবশ্য ২৫ রানে আউট হয়ে যান। তবে স্যামসন শেষ পর্যন্ত টিকে থেকে দলকে ম্যাচ জিতিয়েই ফেরেন। তি
আরও পড়ুন: দলের সিরিজ জয়ের সঙ্গে জিম্বাবোয়ে সফরে অনন্য বিশ্বরেকর্ডেরও মালিক হুডা