(Source: ECI/ABP News/ABP Majha)
IND W vs AUS W: ব্যর্থ জেমাইমার লড়াই, ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
India vs Australia: যে মাঠে টেস্টে অজি-বধ করে মাইলফলক তৈরি করেছিলেন হরমনপ্রীত কৌররা, সেই ওয়াংখেড়েতেই প্রত্যাঘাত করল অস্ট্রেলিয়া।
মুম্বই: টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ভারতের মহিলা ক্রিকেটারেরা (IND W vs AUS W)। কিন্তু যে মাঠে টেস্টে অজি-বধ করে মাইলফলক তৈরি করেছিলেন হরমনপ্রীত কৌররা, সেই ওয়াংখেড়েতেই প্রত্যাঘাত করল অস্ট্রেলিয়া। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে হরমনপ্রীতদের হারিয়ে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সেঞ্চুরিয়নে যেদিন দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার পরাজয় হজম করলেন রোহিত শর্মারা, সেদিনই ঘরের মাঠে হারতে হল ভারতের মহিলা দলকেও। বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। স্মৃতি মান্ধানার অসুস্থ থাকায় এদিন ওপেন করেন শেফালি বর্মা এবং ইয়াস্তিকা ভাটিয়া। কিন্তু সেই জুটি সফল হয়নি। মাত্র ১ রান করে আউট হয়ে যান শেফালি। ইয়াস্তিকা ৪৯ রান করেন। তবে ভারতের হয়ে সেরা ইনিংস খেলেন জেমাইমা রডরিগেজ। ৭৭ বলে ৮২ রান করেন তিনি। জেমাইমার ব্যাটে ভর করেই ২৮২ রান তোলে ভারত। তাঁকে সঙ্গত করেন দীপ্তি শর্মা (২১), আমনজ্যোৎ কৌর (২০)।
রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই অধিনায়ক অ্যালিসা হিলিকে (০) হারায়। তাঁকে ফেরান রেণুকা সিংহ। তবে এরপরই পাল্টা লড়াই এলিস পেরি ও ফিবি লিচফিল্ডের। লিচফিল্ড ৭৮ এবং পেরি ৭৫ রান করেন। দ্বিতীয় উইকেটে তাঁরা ১৪৮ রানের জুটি গড়েন। বাকি কাজটা করে দেন বেথ মুনি (৪২) এবং তাহলিয়া ম্যাকগ্রা (৬৮ রানে অপরাজিত)।
Australia win the 1st ODI by 6 wickets.#TeamIndia will aim to bounce back in the next game 🙌
— BCCI Women (@BCCIWomen) December 28, 2023
Scorecard ▶️ https://t.co/MDbv7Rm75J#INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/BeoV1pOidJ
এই ম্যাচে ওয়ান ডে অভিষেক হল বাংলার স্পিনার সাইকা ইশাকের। তবে অভিষেক ম্যাচে উইকেট পাননি বাংলার ক্রিকেটার। ৬ ওভার বল করে ৪৮ রান দেন বাংলার স্পিনার। রেণুকা ছাড়াও একটি করে উইকেট নেন পূজা বস্ত্রকার, স্নেহ রানা এবং দীপ্তি শর্মা। তাতে যদিও ম্যাচ জেতাতে পারেননি। ব্যর্থ হল জেমাইমার লড়াই। ২১ বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: লিফটে আটকে আম্পায়ার, বন্ধ থাকল ম্যাচ! বক্সিং ডে টেস্টে অভূতপূর্ব ঘটনা