IND W vs NZ W: কাল মহিলাদের বিশ্বকাপে মিতালিদের সামনে নিউজিল্যান্ড, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IND W vs NZ W: এবার সামনে নিউজিল্যান্ড (newzeland)। আগামীকাল সকালে কিউয়িদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে মিতাল রাজ (mith), ঝুলন গোস্বামীরা।
কুইন্সল্যান্ড: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। এবার সামনে নিউজিল্যান্ড। আগামীকাল সকালে কিউয়িদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে মিতাল রাজ, ঝুলন গোস্বামীরা।
ভারত বনাম নিউজিল্য়ান্ড প্রথম ওয়ান ডে ম্যাচটি কোথায় হবে?
মহিলা ক্রিকেট বিশ্বকাপের ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি হবে সেডন পার্ক, হ্যামিল্টন
কবে বিশ্বকাপের ম্যাচটি হবে?
ভারত বনাম নিউজিল্যান্ড বিশ্বকাপের ম্যাচটি হবে আগামীকাল, ১০ মার্চ।
বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচটি কখন থেকে শুরু?
মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি শুরু হবে সকাল ৬.৩০ থেকে
কোন চ্যানেলে ভারত-নিউজিল্য়ান্ড ম্যাচটি দেখা যাবে?
ভারত-নিউজিল্য়ান্ড ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে।
অনলাইনে ম্য়াচ কোথায় দেখা যাবে?
অনলাইনে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখা যাবে হটস্টারে।
উল্লেখ্য, মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে দুরন্ত এক রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথম ম্যাচেই পাকিস্তানকে (Pakistan) হারিয়েছে ভারত (India)। সেই সঙ্গে ১১-০ করেছে। মহিলাদের বিশ্বকাপে এখনও পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ১১ বারই জিতে মাঠ ছেড়েছে ভারত। মহারণে বরাবর ভারতের শাসনই কায়েম হয়েছে।
রবিবার ভারতের জয়ের প্রধান কারিগর পূজা এবং স্নেহ রানা। দু জনে ১২২ রানের পার্টনারশিপ গড়েন। পাশাপাশি দলের জয়ে বড় অবদান রাখলেন স্মৃতি মান্ধনা (Smriti Mandana) ও রাজেশ্বরী গায়েকোয়াড় (Rajeshwari Gayakwad)।
স্মৃতি (Smriti Mandana) ব্যাট হাতে তুললেন ৫২ রান। বল হাতে ৩১ রানেই ৪ উইকেট নিলেন রাজেশ্বরী (Rajeshwari gayakwad)। পাকিস্তানকে ১০৭ রানে হারায় ভারত (India)। সেই সঙ্গে প্রথম ম্যাচেই মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা প্রমাণ করে দিলেন তাঁরাও ট্রফি জয়ের অন্যতম দাবিদার।
প্রথমে রান করে ভারতের ঝুলিতে আসে ২৪৪/৭ জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। এই ম্যাচে অনবদ্য এক রেকর্ড গড়লেন বাংলার ক্রিকেটর রিচা ঘোষ। ১৮ বছরের রিচার এটাই ছিল প্রথম ম্যাচ। সেই ম্যাচেই ৫টি শিকার ধরলেন রিচা। বিশ্বকাপে অভিষেক ম্যাচে এটিই কোনও উইকেটকিপারের সর্বোচ্চ সংখ্যক শিকার।