এক্সপ্লোর
Advertisement
কাল সামনে জার্মানি, আটলান্টার পুনরাবৃত্তি করতে পারবেন শ্রীজেশ-সর্দাররা?
রিও ডি জেনেইরো: প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় এসেছে। এবার দ্বিতীয় ম্যাচে সামনে শক্তিশালী জার্মানি। পুল বি-র এই ম্যাচে নিজেদের খেলায় উন্নতি করতে চাইছে ভারতীয় পুরুষ হকি দল। জার্মানির বিরুদ্ধেও জয়ই একমাত্র লক্ষ্য শ্রীজেশ-সর্দারদের।
২০০০ সালের সিডনি অলিম্পিকের পর শনিবারই প্রথম জয় পেয়েছে ভারতীয় পুরুষ হকি দল। এই জয় রোল্যান্ট অল্টম্যান্সের দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে। তবে আয়ারল্যান্ড ম্যাচে ভারতীয় দলের খেলায় বেশ কিছু ভুল চোখে পড়েছে। দুটি গোলও হজম করতে হয়েছে। জার্মানি ম্যাচে এই ভুল সংশোধন করতে চাইছেন ভারতীয় খেলোয়াড়রা।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেছেন ড্র্যাগফ্লিকার রুপিন্দর পাল সিংহ। পেনাল্টি কর্নার থেকে একটি গোল করেছেন ভি আর রঘুনাথ। দু গোল খেলেও অধিনায়ক তথা গোলকিপার শ্রীজেশ ভাল খেলেছেন। তবে রক্ষণ আস্থা জোগাতে পারেনি। জার্মানি ম্যাচের আগে নড়বড়ে রক্ষণই ভারতের চিন্তা।
জার্মানির বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক রেকর্ড খুব একটা ভাল না। গত ২৭ জুন স্পেনে ছয় দেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জার্মানির কাছে ০-৪ গোলে হেরে যায় ভারত। ২০১২ লন্ডন অলিম্পিকেও ভারতকে ৫-২ গোলে হারিয়ে দিয়েছিল জার্মানি। অলিম্পিকে ভারত শেষবার জার্মানিকে হারিয়েছিল ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে ৩-০ গোলে। সোমবার সেই ফলেরই পুনরাবৃত্তি চাইবেন শ্রীজেশরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement