IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা, বিশ্রামে শামি, বুমরা
IND vs WI: প্রত্যাশিতভাবে অধিনায়ক হিসেবে দলে ফিরলেন রোহিত শর্মা (rohit sharma)। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন কে এল রাহুল (kl rahul)। যদিও তাঁকে দ্বিতীয় ওয়ান ডে থেকে তাঁকে পাওয়া যাবে।
মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হল। প্রত্যাশিতভাবে অধিনায়ক হিসেবে দলে ফিরলেন রোহিত শর্মা। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন কে এল রাহুল। যদিও তাঁকে দ্বিতীয় ওয়ান ডে থেকে তাঁকে পাওয়া যাবে। তবে ২ ফর্ম্যাটের সিরিজ থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামি ও জশপ্রীত বুমরাকে। ওয়ান ডে স্কোয়াডে ফিরে এসেছেন কুলদীপ যাদব। এছাড়া প্রথমবারের জন্য জাতীয় দলের ২ ফর্ম্যাটেই ডাক পেয়েছেন রবি বিষ্ণোই। ওয়ান ডে স্কোয়াডে দলে জায়গা করে নিয়েছেন আবেশ খান, ওয়াশিংটন সুন্দর, দীপক হুডা, প্রসিদ্ধ কৃষ্ণ। টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছেন ভুবনেশ্বর কুমারকে। যদিও তিনি জায়গা পাননি ওয়ান ডে স্কোয়াডে। রবীন্দ্র জাদেজাকে এখনও চোটের জন্য এনসিএ থেকে ফিট রিপোর্ট দেওয়া হয়নি। তাই তাঁকে আপাতত সিরিজের বাইরেই রাখা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অন্যদিকে এরপর ইডেনে হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দিয়েই প্রথমবার সীমিত ওভারের ফর্ম্য়াটে জাতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত শর্মা।
ভারতের ওয়ান ডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, শিখর ধবন, বিরাট কোহলি, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল পটেল।