এক্সপ্লোর
Advertisement
পাপুয়া নিউ গিনিকে হেলায় হারিয়ে যুব বিশ্বকাপের নক আউট পর্যায়ে টিম ইন্ডিয়া
মাউন্ট মউনগানুই: অনুকূল রায়ের বোলিং ও অধিনায়ক পৃথ্বী শ-র ঝোড়ো সেঞ্চুরির দৌলতে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের নকআউট পর্যায়ে পৌঁছে গেল ভারত। জয়ের জন্য মাত্র ৬৫ রান তাড়া করতে নেমে ভারত মাত্র ৮ ওভারে কোনও উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় যুব দল।
এর আগে এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। অনুকূল রয়ের দুরন্ত বোলিং বিপক্ষ পাপুয়া নিউ গিনির মিডল অর্ডারকে দুমড়ে মুচড়ে দেয়। নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বোলিং করে ৬.৫ ওভারে ৫ উইকেট নেন অনুকূল। অনূর্দ্ধ ১৯ একদিনের ম্যাচে এই প্রথম পাঁচ উইকেট নিলেন অনুকূল।
পাপুয়া নিউ গিনির মাত্র তিন ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বোচ্চ রান ওভিয়া সামের (৫২ বলে ১৫ রান)। ২১.৫ ওভারে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
এরপর প্রতিশ্রুতিমান পৃথ্বীর ব্যাট ফের ঝলসে উঠল। ভারতীয় দল ৬৭ রান করেছে। তার মধ্যে ৫৭ রানই এসেছে পৃথ্বীর ব্যাট থেকে। তাঁর ইনিংসে রয়েছে ১২ টি বাউন্ডারি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি।
ম্যাচের সেরা অনুকূল।
পরপর দুই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে ভারত। আগামী ১৯ জানুয়ারি ভারতের পরের ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement