IND vs SA: এই ২ তরুণই এখন জাতীয় দলের একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে শিখরের মূল প্রতিদ্বন্দ্বী
IND vs SA: একটি ইনিংসে তো খাতাই খুলতে পারেননি। এই পরিস্থিতিতে শিখর ধবনকে আদৌ দক্ষিণ আফ্রিকা (south africa) সফরে জাতীয় দলের স্কোয়াডে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে।
মুম্বই: চলতি বিজয় হাজারে (vijay hazare) ট্রফিতে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৩ ম্যাচে সাকুল্যে সংগ্রহ মাত্র ২৬। একটি ইনিংসে তো খাতাই খুলতে পারেননি। এই পরিস্থিতিতে শিখর ধবনকে (shikhar dhawan) আদৌ দক্ষিণ আফ্রিকা (south africa) সফরে জাতীয় দলের স্কোয়াডে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে।
বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড ও বেঙ্কটেশ আইয়ার। প্রথম জন এখনও পর্যন্ত ৩টি শতরান হাঁকিয়েছেন। দ্বিতীয় জনের ব্যাট থেকেও এসেছে দু'টি শতরান। বল হাতেও উইকেট তুলে নিয়েছেন বেঙ্কটেশ। ফলে অনেকেই মনে করছেন, হার্দিক পাণ্ড্যর জায়গায় প্রথম একাদশে দলে ঢোকার সুযোগ বেশি বেঙ্কটেশ আইয়ারের। ফলে শিখর ধবনের পক্ষে প্রত্যাবর্তনের রাস্তা কিন্তু কঠিনই বলা চলে। সেক্ষেত্রে স্কোয়াডে জায়গা পেলেও প্রথম একাদশে আদৌ ঢুকতে পারেন কি না গব্বর তা দেখার।
এদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার আগে কোয়ারেন্টিনে থাকতে হবে ভারতীয় দলকে। মুম্বইয়ে (mumbai) ৩ দিনের কোয়ারেন্টিনে (quarantine) থাকতে হবে বিরাট কোহলি (virat kohli), রোহিত শর্মাকে (rohit sharma)। আগামী ১৬ তারিখ দক্ষিণ আফ্রিকার (south africa) বিমান ধরবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে রবিবার মুম্বইয়ে একত্রিত হয়েছে গোটা টিম। ভারতীয় দল ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট ম্যাচ খেলবে। দ্বিতীয় টেস্ট ৩ জানুয়ারি থেকে এবং তৃতীয় ও শেষ টেস্ট ১১ জানুয়ারি থেকে শুরু হবে।
সূত্রের খবর, ভারতীয় দলের সদস্যরা মুম্বই বিমানবন্দরের সামনে এক ফাইভ স্টার হোটেলে রয়েছেন। তবে জৈব সুরক্ষ বলয়ে ঢোকার আগে অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, রোহিত শর্মা, কে এল রাহুল, শার্দুল ঠাকুর সহ কয়েকজন ক্রিকেটার বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে পারশ মাম্বরের তত্ত্বাবধানে মিনি ক্যাম্পে অংশ নিয়েছিলেন।