এক্সপ্লোর
Advertisement
Ravindra Jadeja: বড় ঘোষণা প্রধান নির্বাচকের, ৪ মাস পরে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন জাডেজা
Team India: সুখবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। জাতীয় দলে ফিরলেন জাডেজা।
মুম্বই: তিনি এশিয়া কাপের (Asia Cup) দলে ছিলেন। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন রহস্যজনকভাবে তাঁর হাঁটুতে চোট লাগে। অনেকে বলেছিলেন, ওয়াটার স্পোর্টসে নেমে তাঁর হাঁটুতে চোট লেগেছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে দাঁড়িয়েছিল যে, রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার।
অবশেষে সুখবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। জাতীয় দলে ফিরলেন জাডেজা। তবে এখনই মাঠে নামছেন না তিনি। ডিসেম্বরে বাংলাদেশ সফরে যাবেন জাডেজা। তাঁকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজের দলে রাখা হয়েছে। সোমবারই যা ঘোষণা করলেন প্রধান নির্বাচক চেতন শর্মা।
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালের ঠিক পাঁচদিন পরে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। নিউজিল্যান্ডের মাটিতে সেই সিরিজে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকেও। দলে নেই দীনেশ কার্তিক। সহ অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে। সেই সঙ্গে দলে রাখা হয়েছে স্পিডস্টার উমরন মালিককে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও যাঁকে রাখার জোরাল দাবি উঠেছিল।
টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধবন। সেই দলে রয়েছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আমেদ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে যাঁর ওয়ান ডে অভিষেক হয়েছিল। ওয়ান ডে ও টি-টোয়েন্টি, দুই দলেই রাখা হয়েছে শুভমন গিলকে।
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), শিখর ধবন, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ দয়াল।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এস ভরত (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
কলকাতা
খবর
খবর
Advertisement