Ind vs Aus T20: বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
Nagpur Match Weather Forecast: প্রথম ম্যাচে হেরে সিরিজে ০-১ পিছিয়ে টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় ম্যাচ ভারতের কাছে মরণ-বাঁচন পরিস্থিতি। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে রোহিত শর্মাদের।
নাগপুর: আজ, শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ভারতের (Ind vs Aus)। প্রথম ম্যাচে হেরে সিরিজে ০-১ পিছিয়ে টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় ম্যাচ ভারতের কাছে মরণ-বাঁচন পরিস্থিতি। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে রোহিত শর্মাদের। আর সেই ম্যাচই কি না ভেস্তে যেতে পারে বৃষ্টিতে?
বৃষ্টিতে পণ্ড প্র্যাক্টিস
ম্যাচের আগের দিন মাঠে অনুশীলনই করতে পারেননি রোহিত শর্মারা (Rohit Sharma)। বৃষ্টির জেরে ব্যাহত হয় ভারতীয় দলের (Indian Cricket Team) বৃহস্পতিবারের অনুশীলন। বুধবারই মোহালি ছেড়ে নাগপুরে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। ভারতীয় বোর্ডের তরফে জাতীয় দলের নাগপুর পৌঁছনোর ভিডিও পোস্ট করা হয়। বৃহস্পতিবার, ম্যাচের আগের দিন জোরকদমে অনুশীলনে নেমে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। তবে তা সম্ভব হয়নি। বাদ সাধে প্রকৃতি। বৃষ্টির জেরে বাতিলই করতে হয় ভারতীয় দলের অনুশীলন। জামথায় স্টেডিয়াম সংলগ্ন নেটে দুই দলের প্র্যাক্টিসের বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু বৃষ্টির জন্য টিম ইন্ডিয়াকে ইন্ডোরেই নিজেদের অনুশীলন সারতে হয়।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার দুপুরের দিকে নাগপুরে বৃষ্টির আশঙ্কা প্রবল। তবে ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায়। সাড়ে ছ'টায় টস হওয়ার কথা। সন্ধ্যার পর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির আশঙ্কা খুব একটা নেই। বিদর্ভ ক্রিকেট সংস্থার কর্তারা আশাবাদী যে, ম্যাচ নির্বিঘ্নেই শেষ করা যাবে। আপাতত ভারতীয় দলও ম্যাচ হওয়ার প্রার্থনাই করছে।
ভারতীয় দল সূত্রে খবর, নাগপুরেই হতে চলেছে বুমরার প্রত্যাবর্তন। কিন্তু কার পরিবর্তে? অনেকের মতে উমেশ যাদবের পরিবর্তে খেলানো হতে পারে আমদাবাদের পেসারকে। কিন্তু বিরুদ্ধ মতও আছে। দীর্ঘদিন পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরে আগের ম্যাচে উমেশ হয়তো ২ ওভারে ২৭ রান খরচ করেছেন। কিন্তু তুলে নিয়েছিলেন ২ উইকেট। যে দুই উইকেট হল স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো নামী দুই ব্যাটারের। তার ওপর নাগপুর হল বিদর্ভের পেসারের ঘরের মাঠ। এখানকার পরিবেশ-পরিস্থিতি তাঁর চেয়ে ভাল অনেকেই জানেন না। সেই কারণে উমেশকে রেখে দেওয়ার পক্ষপাতী একাংশ।
অনেকের মতে, বরং বাদ দেওয়া হতে পারে ভুবনেশ্বর কুমারকে। ছন্দে নেই ভারতীয় পেসার। আগের ম্যাচে ৪ ওভারে ৫২ রান খরচ করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার ৪ ওভারে পঞ্চাশের বেশি রান খরচ করে লজ্জার নজির গড়েছিলেন ভুবি। কেউ কেউ আবার হর্ষল পটেলের পরিবর্তে বুমরাকে খেলানোর কথা বলছেন।
আরও পড়ুন: কাতারেই শেষ নয়, নিজের অবসরের বিষয়ে কী জানালেন রোনাল্ডো?