এক্সপ্লোর
Advertisement
কোহলির কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, জানালেন রাহানে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডে আজিঙ্কা রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয়েছিল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। অ্যাডিলেড ওভালে টেস্টের প্রথম দিনে ক্রিজে বেশ জমাট দেখাচ্ছিল কোহলিকে।
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডে আজিঙ্কা রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয়েছিল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। অ্যাডিলেড ওভালে টেস্টের প্রথম দিনে ক্রিজে বেশ জমাট দেখাচ্ছিল কোহলিকে। ৭৪ রানে ব্যাট করছিলেন তিনি। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন সহ অধিনায়ক রাহানে। এরইমধ্যে একটি রান নিতে গিয়ে দুজনের ভুল বোঝাবুঝি হয়। রান হবে না বুঝতে পেরে রাহানে কোহলিকে ফেরত যেতে বলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। রান আউট হয়ে যেতে হয় কোহলিকে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়। মাত্র ৩৬ রানে ৯ উইকেট হারায় ভারত। টেস্টে দলের সর্বনিম্ন স্কোর।
মেলবোর্নে আগামীকাল শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। ১-০ পিছিয়ে দ্বিতীয় টেস্টে খেলতে নামবে রাহানের নেতৃত্বাধীন ভারত। তার আগে রাহানে বলেছেন, ওই দিনের খেলার শেষে আমি কোহলির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। কিন্তু ও বলে, আরে ঠিক আছে, এমন তো হতেই পারে।
রাহান বলেছেন, পরিস্থিতিটা আমরা দুজনেই বুঝে নিয়েছিলাম। ওই সময়টা বেশ ভালোই খেলছিলাম আমরা। কিন্তু ক্রিকেটে এমন ঘটনা ঘটে থাকে। এ কথা মেনে নিয়ে সামনের দিকে তাকানো ছাড়া আর কোনও উপায় নেই।
ভারতের অস্থায়ী অধিনায়ক রাহানে স্বীকার করে নিয়েছেন যে, ওই রান আউটটা অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরায় এবং প্রায় আড়াই দিনের মধ্যেই তারা আট উইকেটে ওই টেস্ট জিতে নেয়।
রাহানে বলেছেন, এটা সত্যিই আমাদের পক্ষে একটা ধাক্কা ছিল। ওই সময় আমরা বেশ ভালো অবস্থাতে ছিলাম। আমার পার্টনারশিপও বেশ জমে গিয়েছিল। কিন্তু এরপর দেখলাম, রান আউটের পর ম্যাচের গতিপথ অস্ট্রেলিয়ার অনুকূলে চলে যায়।
প্রথম সন্তানের জন্মের জন্য প্রথম টেস্ট খেলে দেশে ফিরে গিয়েছেন কোহলি। তাঁর অনুপস্থিতিতে চার ম্যাচের সিরিজের বাকি ম্যাচগুলিতে ভারতের নেতৃত্বে থাকবেন রাহানে।
এ ব্যাপারে কোহলি রাহানের নেতৃত্বে সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি আগেও বলেছি, এ ধরনের ক্ষেত্রে আমার মনে হয়, ব্যক্তিগত ও অধিনায়ক হিসেবে জোরাল পারফর্ম করার ক্ষেত্রে রাহানের নিজেকে মেলে ধরার সময়। আমার মনে হয়, এই কাজটা ও খুব ভালো করবে। তাই আমাদের পরিস্থিতি একই ধরনেরই থাকবে এবং লক্ষ্য খুবই সহজ যে, ভালো পারফর্ম করতে হবে। প্রত্যেক ম্যাচে লড়াই সুনিশ্চিত করার মতো লক্ষ্যর উদ্দেশ্য হল সিরিজ জয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement