IND Vs AUS : ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন কি নিভে যাবে ফ্লাডলাইট ? রায়পুরের মাঠে বিদ্যুৎ-শঙ্কা
বিদ্যুৎ সরবরাহের বদলে জেনারেটরের মাধ্যমে এভাবে খেলার জন্য ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের কোনও প্রভাব পড়বে না তো ম্যাচে ? ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝে হঠাৎই নিভে যাবে না তো ফ্লাডলাইট ?
রায়পুর : ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ নির্ধারক ম্যাচ কি বিঘ্নিত হবে ? খেলার মাঝেই কি বন্ধ হয়ে যাবে স্টেডিয়ামের ফ্লাডলাইট ? রায়পুরের শহিদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়ামে (Raipur's Shaheed Veer Narayan Singh stadium) হঠাৎই ম্যাচে বিঘ্নের বিদ্যুৎ শঙ্কা ? কারণ হিসেবে জানা যাচ্ছে, স্টেডিয়ামের বাকি থাকা পাহাড়প্রমাণ ইলেকট্রিক বিল। ২০০৯ সাল থেকে এই স্টেডিয়ামের বিদ্যুতের বিল মেটানো হয়নি। হ্যাঁ, এমনই চাঞ্চল্যকতর তথ্য সামনে উঠে এসেছে।
বিদ্যুতের বকেয়া জমতে জমতে টাকার অঙ্ক গিয়ে পৌঁছেছিল ৩.১৬ কোটি টাকায় ! তারপরই রায়পুরের ক্রিকেট স্টেডিয়ামের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার পর থেকে পরিস্থিতি সামলাতে বিভিন্ন বক্সে ও গ্যালারির কয়েকটি জায়গাতে তাৎক্ষণিক ভিত্তিতে দেওয়া হয়ে থাকে ইলেকট্রিক সাপ্লাই। আর ছত্তিশগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে, রাতের দিকে ম্যাচ আয়োজন করা হলে সেক্ষেত্রে জেনারেটরের মাধ্যমে করা হয়ে থাকে বিদ্যুতের সরবরাহ। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে সর্বভারতীয় সংবাদমাধ্যগুলির রিপোর্টে।
বিদ্যুৎ সরবরাহের বদলে জেনারেটরের মাধ্যমে এভাবে খেলার জন্য ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের কোনও প্রভাব পড়বে না তো ম্যাচে ? ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মাঝে হঠাৎই নিভে যাবে না তো ফ্লাডলাইট ? এই শঙ্কাই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হল কীভাবে ? যে স্টেডিয়াম আন্তর্জাতিক স্তরের ম্যাচ আয়োজন করে সেখানে এরকম পরিস্থিতির জন্য বিভিন্ন মহল থেকে দায়ী করা হচ্ছে ছত্তিশগড়ের বিভিন্ন সরকারি দফতরকে। বিশেষ করে কাঠগড়ায় সেখানকার ক্রীড়া দফতর। মাঠের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিযোগ, প্রয়োজনীয় গুরুত্ব দেওয়ার বদলে সরকারের বিভিন্ন দফতরের দীর্ঘসূত্রিতার জেরেই এই মুহূর্তে অদ্ভূত এক বিদ্যুৎ-শঙ্কা রায়পুরের ক্রিকেট মাঠে।
ক্রিকেটভক্তদের অবশ্য প্রত্যাশা, গোটা পরিস্থিতি মাঝে বিঘ্নিত হবে না ভারত-অস্ট্রেলিয়া টি ২০ ম্যাচের খেলা।
আরও পড়ুন- টি ২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে ? মহারাজ বেছে নিলেন তাঁর পছন্দ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।