T20 World Cup 2022: কেন মাত্র ১ ওভার বল করলেন শামি? কী জানালেন রোহিত?
Mohammed Shami: বল হাতে দুরন্ত ছন্দে শামি। এক ওভারে তুলে নেন ৩ উইকেট। অথচ ম্যাচে এক ওভারই বল পেয়েছেন শামি।
ব্রিসবেন: যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) চোট পেয়ে ছিটকে না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) তাঁর খেলাই হতো না। সেই মহম্মদ শামি (Moahmmed Shami) অস্ট্রেলিয়ায় আগুন ঝরাতে শুরু করলেন। সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দেয় ভারত। বল হাতে দুরন্ত ছন্দে শামি। এক ওভারে তুলে নেন ৩ উইকেট। অথচ ম্যাচে এক ওভারই বল পেয়েছেন শামি। তাও অস্ট্রেলিয়া ইনিংসের শেষ ওভারে। কেন মাত্র এক ওভার বোলিং দেওয়া হল শামিকে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সোমবার ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কার্যত হারের মুখে দাঁড়িয়েছিল ভারত। তবে শামির দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে জিতে যান রোহিত শর্মারা। ম্যাচের পর শামিকে মাত্র এক ওভার বোলিং করানো নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘দীর্ঘদিন পরে ও (শামি) ফিরে আসছে। তাই ওকে এক ওভার করিয়ে দেখে নিতে চাইছিলাম। ওর সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চেয়েছিলাম এবং শেষ ওভারে বল দিতে চাইছিলাম। আপনারাও দেখে নিলেন যে ও কী করল।’
প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮৬/৭। জবাবে ব্যাট করতে নেমে ১৮০ রানে শেষ হয়ে যায় গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শামি মাত্র এক ওভার বল করেন। ৬ বলেই তিনি তুলে নেন তিন উইকেট। তাঁর শিকার জশ ইংলিস, প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন। সেই ওভারে একটি রান আউটও হয়। সব মিলিয়ে ওই ওভারে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওঠে মাত্র ৪ রান।
আরও পড়ুন: 'দাদা আঙ্কল', মুম্বইয়ে সৌরভের মন জিতে নিল খুদে ভক্ত