IND vs BAN: কাল থেকে শুরু লাল বলের লড়াই, কখন, কোথায় দেখবেন ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট?
IND vs BAN, 1st Test: তৃতীয় তথা শেষ ওয়ান ডে-তে হেরে হোয়াইটওয়াশ হওয়া থেকে আটকানো গিয়েছে। এই পরিস্থিতিতে আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট।
ঢাকা: ওয়ান ডে সিরিজে ফলাফল একদমই ভাল হয়নি। প্রথম ২ ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হয়েছে রোহিত শর্মার দলকে। তৃতীয় তথা শেষ ওয়ান ডে-তে হেরে হোয়াইটওয়াশ হওয়া থেকে আটকানো গিয়েছে। এই পরিস্থিতিতে আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট।
খেলা কবে?
১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট শুরু হবে
কোথায় হবে খেলা?
এই ম্যাচটি আয়োজিত হবে জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
কখন শুরু ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টায় ম্যাচ শুরু হবে
কোথায় দেখা যাবে ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি?
ভারত বনাম বাংলাদেশ ম্য়াচটি সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্য়াচটি সোনি লিভে দেখা যাবে
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পথে অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মারা?
সূত্রের খবর, বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা এবং ঋদ্ধিমান সাহা। পরের বছরের যে তালিকা প্রস্তুত করা হচ্ছে, সেখানে এই তিন জনের নাম না থাকার সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে শোনা যাচ্ছে যে, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এক ধাপ করে ওপরে উঠতে পারেন শুভমন গিল, সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ড্য।
আপাতত গ্রুপ ‘সি’ তে রয়েছেন তিনজনই। সেখান থেকে গ্রুপ ‘বি’-তে যেতে পারেন তাঁরা। ২১ ডিসেম্বর বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানেই এই তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা।
যে সমস্ত ক্রিকেটার বোর্ডের ‘এ প্লাস’ বিভাগে রয়েছেন, তাঁরা বছরে ৭ কোটি টাকা করে পান। এছাড়া ‘এ’, ‘বি’ এবং ‘সি’ গ্রুপের ক্রিকেটাররা পান যথাক্রমে ৫ কোটি, ৩ কোটি এবং ১ কোটি করে টাকা। প্রথম দু’টি বিভাগে থাকা ক্রিকেটাররা হয় তিনটি ফরম্যাটেই খেলেন। বা টেস্টের পাশাপাশি এক দিনের অথবা টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলেন।
সংবাদসংস্থা পিটিআই-কে বোর্ডের এক কর্তা বলেছেন, 'সূর্যকুমার গ্রুপ সি-তে ছিল। কিন্তু গত এক বছরে ওর পারফরম্যান্স দেখে গ্রুপ বি-তে ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বিশ্বের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার এবং এক দিনের দলেও নিশ্চিতভাবে জায়গা পাওয়ার দাবিদার। কেন্দ্রীয় চুক্তিতে ঢুকতে পারে ঈশান কিশনের নাম।'
ঋদ্ধিমান যে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন, এরকম আভাস অবশ্য আগে থেকেই রয়েছে। জাতীয় টেস্ট দল থেকেও ব্রাত্য হয়ে পড়েছেন বঙ্গ উইকেটকিপার।