এক্সপ্লোর
ফাইনালে ভারতের বিরুদ্ধে আরও ভালো খেলবে বাংলাদেশ, আশা মাশরফির
আবু ধাবি: এশিয়া কাপে গ্রুপ ফোরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলে মুশফিকর রহিমের লড়াকু ৯৯ এবং মহম্মদ মিঠুনের ৬০ রানের ইনিংসের মদতে ভদ্রস্থ স্কোর করে বাংলাদেশ। জয়ের জন্য ২৪০ রান তাড়া করতে নেমে ৩৭ রান দূরেই থেমে যেতে হয় সরফরাজ আহমেদের দলকে। এই নিয়ে তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশ।
ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের আশা অনেকেই করেছিলেন। কিন্তু সেই আশা ভেস্তে দিলেন মাশরফি মোর্তাজারা। আগামীকাল শুক্রবার ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।
গ্রুপ ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক মাশরফি। তাঁর আশা, ফাইনালে ভারতের বিরুদ্ধে আরও ভালো খেলবে দল। পাকিস্তানকে হারানোর পর তিনি বলেছেন, আমরা সবাই জানি যে, ভারত খুবই শক্তিশালী দল। এমনিতে আমরা শাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাব না।কিন্তু আমার আশা, দলের ছেলেরা ফাইনালে নিজেদের সেরা খেলাটা খেলবে।
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য দলের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেছেন মাশরফি। তিনি বলেছেন, আমার মনে হয়েছিল যে, আমাদের কম্বিনেশন বদল করতে হবে। সাধারণত আমি বোলিং ওপেন করি। কিন্তু আজ মিরাজকে দিয়ে শুরু করেছিলাম। বোলাররা দারুণ খেলেছে।
দলের ফিল্ডিংয়েরও প্রশংসা করেছেন অধিনায়ক। তিনি বলেছেন, আজ দলের ফিল্ডিং নিয়ে গর্বিত। তবে ব্যাটসম্যান ও বোলারদের আরও উন্নতির প্রয়োজন রয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement