India vs China Hockey Final: চার কোয়ার্টার জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই, চিনকে হারিয়ে ফের এশিয়াসেরা ভারতীয় দল
Asian champions trophy 2024 final India vs China: গোলশূন্য তিন কোয়ার্টারের পর ম্যাচের চতুর্থ কোয়ার্টারে অবশেষে গোল পায় ভারতীয় দল।
নয়াদিল্লি: অলিম্পিক্সের ব্রোঞ্জ পদক জয়ের পর সাফল্যের ধারা অব্যাহত রাখল ভারতীয় দল (Indian Hockey Team)। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy) জিতে নিলেন হরমনরপ্রীত সিংহরা। শ্রীজেশ পরবর্তী জমানার শুরুটা ভালভাবে করল ভারতীয় হকি দল। ফাইনালে চিনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-০ পরাজিত করল হরমনপ্রীতের নেতৃত্বাধীন দল। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে ভারতের হয়ে অবশেষে ডেডলক ভাঙেন যুগরাজ সিংহ। তিনিই ম্যাচের একমাত্র গোলটি করেন। পঞ্চমবার এশিয়ার সেরা দল হল ভারত।
চিনকে ৩-০ স্কোরলাইনে হারিয়ে এবারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছিল ভারতীয় হকি দল। গোটা টুর্নামেন্টে তারপর থেকে অপরাজেয় ভারত। হরমনপ্রীতদের হাতে একে একে জাপান, মালয়েশিয়া, কোরিয়া প্রজাতন্ত্র, পাকিস্তানরা পরাজিত হয়েছিল। সেমিফাইনালে ফের একবার ৪-১-র বড় স্কোরলাইনে কোরিয়াকে পরাজিত করে ফাইনালে চিনের বিরুদ্ধে টিকিট পাকা করে ভারত। আয়োজক দেশের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচে হরমনপ্রীতরাই কিন্তু ফেভারিট হিসাবে মাঠে নেমেছিলেন। তবে নক আউট ম্যাচ যে গ্রুপ পর্বের ম্য়াচ থেকে সম্পূর্ণ ভিন্ন।
যে চিনের বিরুদ্ধে গ্রুপ পর্বে সহজ জয় পেয়েছিল ভারত, সেই ভারতই ফাইনালে আবারও আয়োজক দেশের মুখোমুখি হয়। তবে এবার চিন কিন্তু এক ইঞ্চিও জমি ছেড়ে দেয়নি। বরং জমাট রক্ষণে ভর করে সেয়ানে সেয়ানে টক্কর দেয় চিন। তবে দুরন্ত স্কিলের জেরে যোগরাজ চিন গোলরক্ষককে কার্যত একা পেয়ে যান। গোলের সামন থেকে তাঁর জোরাল শট রুখতে পারেননি চিন গোলকিপার। ৫১ মিনিটে যোগরাজের গোলই ভারতের জয়ের জন্য যথেষ্ট ছিল। তবে মাত্র দ্বিতীয়বার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা চিন যে নিজেদের হকিতে সকলকে প্রভাবিত করেছে, তা কিন্তু বলাই বাহুল্য।
Congratulations to the Indian Men's Hockey Team on clinching their record-breaking 5th Asian Champions Trophy title! 🏆🏑
— Hockey India (@TheHockeyIndia) September 17, 2024
With a hard-fought 1-0 victory over China, India have not only retained their crown from 2023 but also solidified their position as the most successful team… pic.twitter.com/akCC5N6kGv
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সিরিজ়ের আগে চেন্নাইয়ের তপ্ত পরিবেশে কড়া ফিল্ডিং অনুশীলনে জয়ী বিরাট কোহলির দল