Ind vs Eng T20 LIVE: বাটলারের অপরাজিত ৮৩, ৮ উইকেটে হার ভারতের
India vs England 3rd T20 Score Live Updates: কাজে লাগল না বিরাটের দুরন্ত ইনিংস।

Background
আমদাবাদ: প্রথম ম্য়াচে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল। সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এবার আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়াই ভারতের লক্ষ্য।
গত ম্যাচে ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান অধিনায়ক বিরাট কোহলি, ইশান কিষাণ। বিরাট ৪৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। ইশান ৩২ বলে ৫৬ রান করেন। ঋষভ পন্থ ১৩ বলে ২৬ রান করেন।
ভারতের বোলারদের মধ্যে ভাল পারফরম্যান্স দেখান ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর। তাঁরা দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহল। আজ এই পারফরম্যান্স ধরে রাখাই ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য।
আজ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম্যাচ যে পিচে হবে, সেটি থেকে কিছুটা সুবিধা পেতে পারেন স্পিনাররা। ফলে এগিয়ে থাকবে ভারতীয় দল। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানের মতে, খেলা যত গড়াবে, পিচের অবস্থা খারাপ হয়ে যাবে। স্ট্রোক খেলা সহজ হবে না। তাছাড়া শিশিরও বড় ফ্যাক্টর হতে পারে। সেই কারণে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়ে বড় স্কোর করাই লক্ষ্য।
ভারতের অধিনায়ক বিরাট আগেই জানিয়েছিলেন, দলের অন্যতম তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকে দু’টি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। এই সিরিজের প্রথম দুই ম্যাচে দলে রাখা হয়নি রোহিতকে। দু’টি ম্যাচেই ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছেন কে এল রাহুল। ফলে আজ খেলার সুযোগ পেতে পারেন রোহিত। স্পিন সহায়ক পিচে অক্ষর পটেলকেও দলে ফেরানো হতে পারে।
আজ ভারতীয় দলে থাকতে পারেন রোহিত শর্মা, ঈশান কিষাণ, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর বা অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহল।
আজ ইংল্যান্ড দলে একটি বদল হতে পারে। টম কারানের বদলে খেলার সুযোগ পেতে পারেন মইন আলি বা মার্ক উড। উইকেট স্পিনারদের সহায়ক হলে সুযোগ পেতে পারেন মইন।
ইংল্যান্ডের সম্ভাব্য দল-জেসন রয়, জশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ন মর্গ্যান, স্যাম কারান, মইন আলি, ক্রিস জর্ডান, জোফরা আর্চার ও আদিল রশিদ
Ind vs Eng T20 LIVE Score: টি-২০ সিরিজে ২-১ এগিয়ে ইংল্যান্ড
প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচে হারলেও, তৃতীয় ম্যাচ জিতে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-১ এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজ জিততে হলে শেষ দুই ম্যাচই জিততে হবে ভারতকে।
Ind vs Eng T20 LIVE Score: বাটলারের দুরন্ত ইনিংসে জয় ইংল্যান্ডের
ইংল্যান্ডের হয়ে ৫২ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন জেসন রয়। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। ৪০ রান করে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো। ভারতের হয়ে একটি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহল ও ওয়াশিংটন সুন্দর।






















