Virat Kohli: ও খেলতে এসেছে না ছবি তুলতে? সমর্থককে প্রশ্ন বিরক্ত কোহলির
Ind vs Leicestershire: বিরক্ত কোহলি ওই সমর্থককে পাল্টা প্রশ্ন করেন, কমলেশ নাগরকোটি কি ছবি তুলতে এসেছেন নাকি খেলতে এসেছেন?
লেস্টারশায়ার: তাঁর নেতৃত্ব গিয়েছে। কিন্তু দলের কাউকে বিপাকে দেখলে এখনও তিনি যেন ক্যাপ্টেন কোহলি। যার প্রমাণ বিরাট কোহলি (Virat Kohli) দিলেন শনিবারও ।
ভারতীয় দল নিজেদের সমস্ত ক্রিকেটারকে ম্যাচ ফিট রাখার উদ্দেশ্যে নিজেদের দলের পাশাপাশি লেস্টার দলেও বেশ কিছু ক্রিকেটারকে খেলায় । লেস্টারের হয়ে খেলেন চেতেশ্বর পূজারা, যশপ্রীত বুমরা, ঋষভ পন্থ ও প্রসিদ্ধ কৃষ্ণ । শনিবার লেস্টারশায়ারের হয়ে মাঠে নেমেছিলেন এই সিরিজে ভারতীয় দলের নেট বোলার হিসাবে সুযোগ পাওয়া কমলেশ নাগরকোটি। ম্যাচে ভারতীয় দলের ব্যাটিংয়ের সময় নাগারকোটি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন । তাঁকে সেইসময় নাগাড়ে এক সমর্থক স্ট্যান্ড থেকে বিরক্ত করছিলেন । তখনই এগিয়ে আসেন বিরাট । সাজঘর থেকেই পুরো ঘটনাটা লক্ষ্য করে ব্যালকনিতে এসে সেই সমর্থককে চুপ করতে বলেন কোহলি । ওই ভক্ত কোহলিকে বলেন, তিনি শুধু কমলেশের সঙ্গে একটি ছবিই তুলতে চেয়েছেন । কিন্তু কমলেশ তাঁর দিকে তাকাচ্ছেন না । বিরক্ত কোহলি ওই সমর্থককে পাল্টা প্রশ্ন করেন, কমলেশ নাগরকোটি কি ছবি তুলতে এসেছেন নাকি খেলতে এসেছেন ?
Virat Teaching a lesson to a guy in crowd who was making fun of Kamlesh Nagarkoti who was standing near the Boundary line while fielding in the practise match ❤️
— Priyanshu Bhattacharya 🏏 (@im_Priyanshu_B7) June 25, 2022
'aRrOgAnT' uno 🤡@imVkohli 🐐pic.twitter.com/1urDq3jRyq
অধিনায়কত্ব গেলেও এই ঘটনাই আবারও ‘নেতা’ বিরাটের ছবিটা তুলে ধরেছে । তবে বরাবরই সতীর্থদের বাঁচাতে ঢাল হয়ে সামনে রুখে দাঁড়িয়েছেন কোহলি। সাম্প্রতিক অতীতে মহম্মদ শামি, ঋষভ পন্থদের সমালোচনা হলেও তাঁর বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন বিরাট। শনিবারও যেন সেই টিমম্যান কোহলির ঝলকই দেখা গিয়েছে।
আরও পড়ুন: ফ্লিন্টফ-জনসনদের প্রাক্তন গুরুর কাছে ক্লাস করতে চললেন মনোজদের কোচ