এক্সপ্লোর
Advertisement
ভারত বনাম নিউজিল্যান্ড টি ২০: বাউন্ডারিতে দুরন্ত ক্যাচ রোহিত শর্মার
অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে ছয় উইকেটে হারিয়ে দারুণভাবে সফর শুরু করল টিম ইন্ডিয়া। কেএল রাহুল, অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত ব্যাটিং এবং ইনিংসের শেষে ব্যাটে ঝড় তুলে শ্রেয়স আয়ারের নিখুঁত ফিনিসিং ভারত এক ওভার বাকি থাকলেই জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্যে পৌঁছে যায়।
নয়াদিল্লি: অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডকে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে ছয় উইকেটে হারিয়ে দারুণভাবে সফর শুরু করল টিম ইন্ডিয়া। কেএল রাহুল, অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত ব্যাটিং এবং ইনিংসের শেষে ব্যাটে ঝড় তুলে শ্রেয়স আয়ারের নিখুঁত ফিনিসিং ভারত এক ওভার বাকি থাকলেই জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দাপট দেখান কিউই ব্যাটসম্যানরা।এরইমধ্যে ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার একটি অসাধারণ ক্যাচ দর্শকদের মুগ্ধ করে। টসে হেরে ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো বিধ্বংসী মেজাজে খেলতে থাকেন। এরইমধ্যে গাপ্টিল (১৯ বলে ৩০) শিবম দুবের প্রথম ওভারের একটি বলে ছয় হাঁকানোর চেষ্টা করেন। কিন্তু ডিপ স্কোয়ার গেলে রোহিতের অসাধারণ ফিল্ডিং প্যাভিলিয়নে ফেরত পাঠায় গাপ্টিলকে।
বল উড়ে যাচ্ছিল বাউন্ডারির বাইরে। রোহিত বলের ওপর চোখ রেখেছিলেন। বল হাতে পড়ার পরই রোহিত বুঝতে বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন তিনি। সঙ্গে সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে বল শূন্যে ছুঁড়ে শরীরে ভারসাম্য আনেন তিনি। এরপর ফের বল তালুবন্দী করে নেন রোহিত। গাপ্টিল আউট হন। এটাই ছিল নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন।#INDvsNZ #RohitSharma #ShreyasIyer #viratkohli pic.twitter.com/9gYQmYPFQG
— Aryan singh 🇮🇳 (@addaofcricket) January 24, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement