Eden Gardens : ইডেনে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ, রাতে বিশেষ মেট্রো ; যান নিয়ন্ত্রণে কী পদক্ষেপ ?
India vs NZ at Eden Gardens : রবিবার ইডেনে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। সিরিজ পকেটে পুরে শনিবারই কলকাতায় পা রাখেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা...
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ইডেন গার্ডেন্সে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচকে কেন্দ্র করে সতর্ক পুলিশ। যান নিয়ন্ত্রণে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। মেট্রো রেল কর্তৃপক্ষও রাতে ২টি বিশেষ ট্রেন চালাবে।
রবিবার ইডেনে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। সিরিজ পকেটে পুরে শনিবারই কলকাতায় পা রাখেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। কলকাতায় নিউজিল্যান্ড টিমও। শহরে এখন ম্যাচ-ফোবিয়া।
এই পরিস্থিতিতে রবিবার ম্যাচের জন্য ট্রাফিকের বিশেষ ব্যবস্থা করেছে পুলিশ। বাড়তি ট্রেন চালাচ্ছে মেট্রো রেল। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত ইডেন গার্ডেন্স, ময়দান ও স্ট্র্যান্ড রোড চত্বরে সম্পূর্ণ বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল।
খেলা শুরু হওয়ার পর থেকে দর্শকরা বেরিয়ে না যাওয়া পর্যন্ত গোষ্ঠ পাল সরণি, রেড রোড, কিংস ওয়ে, অকল্যান্ড রোডে গাড়ি চলাচল বন্ধ থাকবে।
ইডেনের দর্শকদের জন্য রেড রোডের দু’পাশে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ম্যাচ চলাকালীন স্ট্র্যান্ড রোড অংশিক খোলা থাকবে বাস বা গাড়ি চলাচলের জন্য। বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকবে বেন্টিঙ্ক স্ট্রিট ও বিবাদী বাগের রাস্তা।
আরও পড়ুন ; টি-টোয়েন্টির সিংহাসনের হাতছানি, বিরাটকে কি আজই টপকে যাবেন রোহিত?
কলকাতা পুলিশ সূত্রে খবর, মাঠের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন অতিরিক্ত পুলিশ কমিশনার। মাঠের ভিতরে চারজন অতিরিক্ত পুলিশ কমিশনার নিরাপত্তার দায়িত্ব সামলাবেন। মাঠের বাইরে থাকবেন একজন যুগ্ম পুলিশ কমিশনার। যুগ্ম কমিশনার ট্রাফিক থাকবেন ট্রাফিকের দায়িত্বে।
পাশাপাশি মেট্রো রেল সূত্রে খবর, দক্ষিণেশ্বর এবং নিউ গড়িয়ার উদ্দেশে ধর্মতলা থেকে রাত সাড়ে ১০টায় ২টি মেট্রো ছাড়বে।
হেমন্তের আমেজেও শহরে ক্রিকেট-উত্তাপ! দীর্ঘদিন পর সানডে ক্লাসিক ! আজ ইডেনে ভারত-নিউজিল্যান্ড টি-২০ ম্যাচ। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার ফলেই ছিটকে গিয়েছিল ভারতীয় দল। তবে টি-২০ সিরিজে সেই নিউজিল্যান্ডকেই অনায়াসে হারিয়ে দিয়েছে ভারত।