এক্সপ্লোর
Advertisement
দুরন্ত জাডেজা: অবিশ্বাস্য রিফ্লেক্সের সঙ্গে একহাতে নিলেন মারক্রামের ক্যাচ, ভাইরাল ভিডিও
মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। জাডেজার দুরন্ত ক্যাচের ভিডিওটি পোস্ট করে এক ভক্ত টুইট করেন, ‘দেখতে সহজ লাগলেও আসলে ভীষণ কঠিন একটি কাজ করে ফেলেছেন জাডেজা।’
বিশাখাপত্তনম: দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে রবিবার পাঁচ উইকেট নিয়ে যদি প্রধান ঘাতক হন মহম্মদ শামি, পিছিয়ে ছিলেন না রবীন্দ্র জাডেজাও। চার উইকেট নিয়েছেন সৌরাষ্ট্রের বাঁহাতি স্পিনার। যার মধ্যে এক ওভারে তিন উইকেট তুলে নিয়ে প্রোটিয়া ইনিংসের কোমর ভেঙে দেন জাডেজা। তবে, তার মধ্যেও আলাদা করে নজর করে নিল অলরাউন্ডার জাডেজার দুরন্ত রিফ্লেক্স।
ঘটনাটি দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২৭তম ওভারের। জাডেজার একটি ফ্লাইটেড ডেলিভারিতে ড্রাইভ মারতে গিয়েছিলেন ওপেনার এইডেন মারক্রাম। মাথার ওপর দিয়ে বল উড়ে যাওয়ার মুহূর্তে শূন্যে বাঁদিকে শরীর ভাসিয়ে বাঁহাতে সেটিকে তালুবন্দি করে নেন জাডেজা। যে ক্যাচ দেখে মারক্রামের চোখেমুখেও যেন ধরা পড়ছিল বিস্ময়।
মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। জাডেজার দুরন্ত ক্যাচের ভিডিওটি পোস্ট করে এক ভক্ত টুইট করেন, ‘দেখতে সহজ লাগলেও আসলে ভীষণ কঠিন একটি কাজ করে ফেলেছেন জাডেজা।’ ওই ওভারেরই চতুর্থ ও পঞ্চম ডেলিভারিতে ভার্নন ফিল্যান্ডার ও কেশব মহারাজকে এলবিডব্লিউ করেন জাডেজা। যদিও হ্যাটট্রিক করতে পারেননি বাঁহাতি স্পিনার।That Jadeja caught and bowled is pretty ridiculous. He actually ended up making it look really easy but it's a hell of a grab. pic.twitter.com/G0lJwTHbol
— Doc (@DocBrownCricket) October 6, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement