India Vs SL, Series Preview: কাল কলম্বোয় প্রথম ওয়ান ডে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে লঙ্কা সিরিজেই পাখির চোখ ধবনদের
কাল রবিবার কলম্বোয় প্রথম ওয়ান ডে ম্যাচে নামছে ২ দল। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে নতুন ভারতীয় দল কেমন পারফর্ম করে লঙ্কা সফরে তার দিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।
কলম্বো: কাল থেকে শুরু হচ্ছে ভারত- শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ। গত ১৩ জুলাই থেকে প্রথমে শুরু হওয়ার কথা ছিল এই ওয়ান ডে সিরিজের। কিন্তু লঙ্কা শিবিরে করোনার থাবা বসানোয় সেই সিরিজ পিছিয়ে যায়। এরপর কাল রবিবার কলম্বোয় প্রথম ওয়ান ডে ম্যাচে নামছে ২ দল। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে নতুন ভারতীয় দল কেমন পারফর্ম করে লঙ্কা সফরে তার দিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।
শ্রীলঙ্কায় রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে খেলতে নামবে ভারতীয় দল। অধিনায়ক হিসেবে সিরিজে দেখা যাবে শিখর ধবনকে। তবে এই সিরিজ মূলত তরুণ ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। শেষবার ২০১৭ সালে ভারতীয় দল যখন এসেছিল লঙ্কা সফরে, তখন ৫-০ ব্যবধানে প্রতিপক্ষকে ক্লিন সুইপ করেছিল টিম ইন্ডিয়া। তবে সেই সিরিজে দলে ছিলেন বিরাট, রোহিতের মতো তারকারা। এবার তারকা বলতে শুধু ধবন, ভুবনেশ্বর, মণীশ। বাকি প্রায় সবাই তরুণ।
ব্যাটিংয়ে ওপেনিং নামার কথা পৃথ্বী ও ধবনেরই। ২ জনে এর আগে একসঙ্গে ব্যাটিং করেছেন। তবে রিজার্ভ বেঞ্চে রয়েছেন আইপিএলে ও ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করে আসা দেবদত্ত পাড়িক্কাল ও ঋতুরাজ গায়কোয়াড। মিডল অর্ডারে হয়ত অভিষক হতে চলেছে সূর্যকুমার যাদবের। টি-টোয়েন্টিতে আগেই অভিষেক করলেও ওয়ান ডে ফর্ম্যাটে এখনও কোনও ম্যাচ দেশের জার্সিতে খেলননি সূর্য। ৪ নম্বর স্লটে অভিজ্ঞ মণীশ রয়েছেন। উইকেটের পেছনে লড়াই হবে ঈশান কিষান ও সঞ্জু স্যামসনের মধ্যে। তবে সাম্প্রতিক পারফর্মকে বিচার্য ধরলে স্যামসনই সুযোগ পেতে চলেছেন একাদশে রবিবার। সেক্ষেত্রে তাঁরও প্রথম ওয়ান ডে হতে চলেছে।
অলরাউন্ডার হিসেবে অটোমেটিক চয়েস হার্দিক- ক্রুণাল। ২ জনেই রবিবার মাঠে নামবেন, তা একপ্রকার নিশ্চিত। অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। সঙ্গে পেস অ্যাটাকে রয়েছেন দীপক চাহার, নভদীপ সাইনি। তবে উপমহাদেশের উইকেটের কথা মাথায় রেখে ২ স্পিনার চাহাল ও কুলদীপকে খেলানো হতে পারে।
শ্রীলঙ্কাও তাঁদের দলের ২ অভিজ্ঞ তারকা কুশল পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজকে পাচ্ছে না। পেরেরা কাঁধের চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তবে ম্যাথিউজ ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। ওয়ান ডে সিরিজে লঙ্কা দলকে নেতৃত্ব দেবেন দাসুন সনাকা।
ওয়ান ফর্ম্যাটে শেষ ২০ বারের সাক্ষাতে একাধিপত্য দেখিয়েছে ভারত। ১৬টি ম্যাচ জিতেছে ভারতীয় দল। ৪টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার মাটিতে ১০ বারের সাক্ষাতে লঙ্কা বাহিনীকে ৯ বারই হারিয়েছে টিম ইন্ডিয়া।