ABP Exclusive: মাঠে ফেরার অপেক্ষায় ফিট রাহুল-কুলদীপ, শনিবার উড়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে
Team India Exclusive: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য দুজনই তৈরি। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় শিবিরে যোগ দিতে শনিবার উড়ে যাচ্ছেন কুলদীপ ও রাহুল।
![ABP Exclusive: মাঠে ফেরার অপেক্ষায় ফিট রাহুল-কুলদীপ, শনিবার উড়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে India vs West Indies Exclusive: fit again KL Rahul and Kuldeep Yadav to fly West Indies on saturday ABP Exclusive: মাঠে ফেরার অপেক্ষায় ফিট রাহুল-কুলদীপ, শনিবার উড়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/20/e60af7428d892e6ecdea2cbdad6ccd6f1658300096_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলে (IPL) দুজনেই ছিলেন দুরন্ত ছন্দে।
একজন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জার্সিতে ঘূর্ণিজালে প্রতিপক্ষ ব্যাটারদের রাতের ঘুম কেড়েছিলেন। ১৪ ম্যাচে নিয়েছিলেন ২১ উইকেট। আইপিএলে যেন পুনর্জন্ম হয়েছিল চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের (Kuldeep Yadav)।
অন্যজন, কে এল রাহুল (KL Rahul), আইপিএলে ১৫ ম্যাচে ৫১.৩৩ গড়ে ৬১৬ রান করেছিলেন। জোড়া সেঞ্চুরি করেছিলেন। লখনউ সুপার জায়ান্টসকে প্লে অফে তুলেছিলেন।
দুজনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে নিশ্চিত মনে করা হচ্ছিল। কিন্তু চোটের জন্য দুজনই ছিটকে গিয়েছিলেন মাঠের বাইরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে ফিরলেও তাই মাঠে নামা হয়নি কুলদীপের। আর রাহুলও খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। দুই তারকাই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব করছিলেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, দুজনই ফিট হয়ে গিয়েছেন। এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য দুজনই তৈরি। ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় শিবিরে যোগ দিতে শনিবার উড়ে যাচ্ছেন কুলদীপ ও রাহুল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। ওয়ান ডে সিরিজ খেলতে শিখর ধবন, আবেশ খানরা ইতিমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছেন। ওয়ান ডে সিরিজের পর হবে টি-টোয়েন্টির লড়াই। সেই দলে নির্বাচিত হয়েছেন রাহুল ও কুলদীপ, দুজনই। তবে দল ঘোষণার দিনই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে রাখা হয়েছিল যে, ফিট হলে তবেই খেলবেন রাহুল ও কুলদীপ।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সূত্রে খবর, ফিট হয়ে গিয়েছেন রাহুল ও কুলদীপ, দুজনই। তাঁদের রিহ্যাব পর্ব সমাপ্ত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম ফিজিও নীতিন পটেলের তত্ত্বাবধানে দুজনই উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছেন। শনিবার তাঁরা ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হয়ে যাবেন।
রাহুল ও কুলদীপ যোগ দিলে রোহিত শর্মার টিম ইন্ডিয়া বেশ শক্তিশালী হয়ে উঠবে, বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বিশেষজ্ঞরা মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি পর্বে নানারকম অঙ্ক দেখে নিয়ে কৌশল সাজাতে পারবেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ও।
আরও পড়ুন: সৌরভের বোর্ডের মাস্টারস্ট্রোক! ক্রিকেটের ক্লাস নেবেন ব্যাডমিন্টনের কিংবদন্তি গোপীচন্দ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)