IndW vs SLW, 3rd T20I: শেষ ম্যাচে হার, তবুও টি-টোয়েন্টি সিরিজে লঙ্কা বধ হরমনপ্রীতদের
IndW vs SLW: যদিও সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল হরমনপ্রীত কৌরের দল। এর আগে ১২টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিরুদ্ধে হারতে হয়েছিল শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল।
ডাম্বুলা: আগেই প্রথম ২ ম্যাচ জিতে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ তাই নিয়মরক্ষার হয়ে গিয়েছিল। আর সেই নিয়মরক্ষার ম্যাচেই ৭ উইকেটে জয় পেল শ্রীলঙ্কা শিবির। যদিও সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। এর আগে ১২টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিরুদ্ধে হারতে হয়েছিল শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল (Srilanka Womens Cricket Team)। অবশেষে জয় পেল লঙ্কা বাহিনী।
প্রথমে ব্যাটিং ভারতের
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৮ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতের হয়ে স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা। বাঁহাতি স্মৃতি ২২ রান করলেও শেফালি ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর অপরাজিত ৩৯ রান করে অপরাজিত থাকেন। জেমিমা রডরিগেজ ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষদিকে পূজা ভস্ত্রাকার ১২ রান করেন।
রান তাড়া করতে নেমে আট্টাপাট্টুর অর্ধশতরান
রান তাড়া করতে নেমে শুরুতেই গুনরত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে ক্যাপ্টেন চামিরা আট্টাপাট্টু ৪৮ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। আট্টাপাট্টুকে যোগ্য সঙ্গ দেন নীলাক্ষী ডি সিলভা। তিনি ৩০ রান করেন। শেষ পর্যন্ত ১৭ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। ভারতীয় বোলারদের মধ্যে রাধা যাদব ও রেনুকা সিংহ একটি করে উইকেট নেন।
বিরাটদের সঙ্গে একই সারিতে স্মৃতি মন্ধানা
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জেতার পাশাপাশি নতুন এক মাইলফলকও ছুঁয়ে ফেলেছিলেন স্মৃতি মান্ধানা। ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। সেই সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ক্লাবে তিনি জায়গা করে নিলেন। ভারতের হয়ে বিরাট, রোহিত ছাড়াও এই রেকর্ড রয়েছে মিতালি রাজ এবং হরমনপ্রীত কৌরের। সেই দিক থেকে মেয়েদের মধ্যে তৃতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূরণ করে ফেললেন মান্ধানা।
আরও পড়ুন: চাহালের ঘূর্ণির পর হুডার কামাল, আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম টি২০ জিতল ভারত