Suryakumar Yadav: বাণিজ্যে স্নাতক, ব্যাট হাতে ২২ গজে বোলার সংহারক, বিশ্বকাপে একাদশে সুযোগ পাবেন স্কাই?
Indian Cricket Team: সূর্যকুমার যাদবের বাবা অশোক কুমার যাদব ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রে কর্মরত। কর্মসূত্রেই তাঁর উত্তরপ্রদেশ থেকে মুম্বইয়ে আসা।
মুম্বই: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) জন্মদিন। ৩৩ পূর্ণ করলেন ভারতীয় দলের (Indian Cricket Team) ক্রিকেটার। উচ্চতা ৫ ফিট ১১ ইঞ্চি। সূর্যকুমার যাদব উইকেটের চারপাশে শট খেলতে পারেন বলে তাঁকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।
এ বি ডিভিলিয়ার্সের পর শটে এত বৈচিত্র বিশ্বক্রিকেটের আর কোনও ব্যাটারের নেই। বাণিজ্যে স্নাতক সূর্যকুমার। ২০১০ সালে মুম্বইয়ের আর এ পোদার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকনমিক্সে পড়াশোনা করার সময় দেবিশা শেট্টির সঙ্গে আলাপ হয় তাঁর। পরে সেই সম্পর্কই পরিণতি পায়। ২০১৬ সালের ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে।
সূর্যকুমার যাদবের বাবা অশোক কুমার যাদব ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রে কর্মরত। কর্মসূত্রেই তাঁর উত্তরপ্রদেশ থেকে মুম্বইয়ে আসা। পার্সি জিমখানা ক্রিকেট ক্লাবের হয়ে মুম্বইয়ের স্থানীয় ক্রিকেট খেলা শুরু করেন সূর্যকুমার। ২০১০-১১ মরশুমে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় সূর্যর।
সতীর্থরা মজা করে তাঁকে ডাকেন 'স্কাই' নামে। ভারতের হয়ে একটিমাত্র টেস্ট ম্যাচ খেলেছেন। ভারতের জার্সিতে ২৬টি ওয়ান ডে ম্যাচে ৫১১ রান রয়েছে সূর্যকুমারের। করেছেন ২টি হাফসেঞ্চুরি। ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচে ১৮৪১ রান রয়েছে স্কাইয়ের। রয়েছে ৩টি সেঞ্চুরি। ১৭২-এরও বেশি স্ট্রাইক রেট রেখে রান করেছেন তিনি।
বিশ্বকাপের প্রথম একাদশে কি সুযোগ পাবেন সূর্যকুমার? টি-টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী ব্যাটার। একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে ওয়ান ডে ক্রিকেটে স্কাইকে নিজের পরিচিত ছন্দে দেখা যায়নি। সুযোগ পেয়েছেন। তবে প্রত্যাশা পূরম করতে পারেননি। অনেক টালবাহানার পরে বিশ্বকাপের দলে রাখা হয়েছে সূর্যকে। যদিও শুরুর দিকে তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। চার নম্বরে কে এল রাহুল বা শ্রেয়স আইয়ারের খেলার সম্ভাবনাই বেশি। তবে চোট সমস্যা বেশ ভোগাচ্ছে রাহুল ও শ্রেয়সকে। প্রায় ৪ মাস পরে মাঠে নেমে ২টি ম্যাচ খেলার পরই ফের ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। বিশ্বকাপে তিনি চোট পেলে বা ফিট না থাকলে দরজা খুলে যেতে পারে স্কাই-এর সামনে। ভক্তরা আপাতত সেই দিনের অপেক্ষায়।
আরও পড়ুন: অধিনায়ক সুনীলই, সন্দেশ-গুরপ্রীতকে ছাড়ল না ক্লাব, এশিয়ান গেমসের দলে কারা সুযোগ পেলেন?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন