Sunil Chhetri: স্ত্রীর সঙ্গে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলেন জাতীয় দলের তারকা ফুটবলার সুনীল
Indian Footballe Team: কলকাতার রাস্তায় ফুচকা খাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী!
সৌমিত্র রায়, কলকাতা: কলকাতার রাস্তায় ফুচকা খাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী! সঙ্গী তাঁর স্ত্রী সোনম। যিনি সম্পর্কে ফুটবলার সুব্রত ভট্টাচার্যের কন্যা।
এশিয়ান কাপের প্রস্তুতি চলছে জোরকদমে। প্রথম প্রস্তুতি টুর্নামেন্ট জিতেছিল ভারত। মঙ্গলবার কিরঘিজ়স্তানকে ২-০ গোলে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন সুনীল ছেত্রীরা। দেশের হয়ে ৮৫তম গোল করেন সুনীল ছেত্রী। ছাপিয়ে যান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে।
ত্রিদেশীয় টুর্নামেন্টে মায়ানমারের পরে কিরঘিজ়স্তানকেও হারাল ভারত। পর পর দুই জয়ে ইম্ফলে আয়োজিত ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতা জিতল ইগর স্টিমাচের দল। গোল করলেন সন্দেশ জিঙ্ঘন ও সুনীল ছেত্রী।
আগের ম্যাচে মায়ানমারকে হারানোয় এই ম্যাচ ড্র করলেই চ্যাম্পিয়ন হতেন সুনীলরা। কিন্তু জয়ের জন্য খেলতে নেমেছিল ভারত। সেই অঙ্গীকার ধরা পড়ে ফুটবলারদের পারফরম্যান্সে। আক্রমণাত্মক দল সাজিয়েছিলেন কোচ স্টিমাচ। শুরু থেকেই প্রতিপক্ষ বক্সে আক্রমণ শুরু করে ভারত। দু’প্রান্ত ব্যবহার করে বারে বারে আক্রমণে উঠছিলেন আকাশ মিশ্র, ব্রেন্ডন ফের্নান্দেসরা। তার ফল পায় ভারত। ৩৪ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে কিরঘিজ় বক্সে বল ভাসিয়ে দেন ব্রেন্ডন। বাঁ পায়ের টোকায় তা জালে জড়িয়ে দেন সন্দেশ। এগিয়ে যায় ভারত।
দ্বিতীয়ার্ধে কিছুটা খেলায় ফেরার চেষ্টা করে কিরঘিজ়স্তান। কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্ত নামিয়ে খেলার ছবি আবার বদলে দেন স্টিমাচ। নাওরেম, ছাংতেদের গতির সামনে সমস্যায় পড়ছিলেন প্রতিপক্ষ ফুটবলাররা।
View this post on Instagram
৮৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ভারত। বক্সের মধ্যে নাওরেমকে ফাউল করেন প্রতিপক্ষ ফুটবলার। পেনাল্টি পায় ভারত। গোল করতে ভুল করেননি সুনীল। আইএসএল ফাইনালেও স্পট থেকে দু’বার গোল করেছিলেন তিনি। ২-০ এগিয়ে যায় ভারত। আর ম্যাচে ফিরতে পারেনি কিরঘিজ়স্তান। ০-২ হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।