Asian Champions Trophy: ৩-০ গোলে চিনকে উড়িয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করল গত বারের চ্যাম্পিয়ন ভারত
Indian Hockey Team: চিনের বিরুদ্ধে ভারতের হয়ে সুখজিৎ সিংহ, উত্তম সিংহ এবং অভিষেক গোল করলেন।
নয়াদিল্লি: দুরন্তভাবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy 2024) অভিযান শুরু করল ভারতীয় হকি দল (Indian Hockey Team)। গত বারের চ্যাম্পিয়ন দল চিনকে ৩-০ হারিয়ে অভিযান শুরু করল। ভারতের হয়ে সুখজিৎ সিংহ, উত্তম সিংহ এবং অভিষেক গোল করলেন।
অলিম্পিক্সে নাগাড়ে দ্বিতীয় ব্রোঞ্জ পদক জিতে প্রবল আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। তাঁদের আত্মবিশ্বাস ম্যাচে খেলার মধ্যেও ধরা পড়ল। তবে কিংবদন্তি গোলরক্ষক পিআর শ্রীজেশকে ছাড়াই মাঠে নামতে হয় ভারতকে। তাঁর স্থানে কৃষাণ পাঠককে ভারতের গোলরক্ষক হিসাবে দেখা যায়। অবশ্য হরমনপ্রীত, অভিষেক, মনপ্রীতদের মতো পরিচিত মুখরাও ছিলেন দলে।
The Olympic bronze medalist are back in action! 💪
— Hockey India (@TheHockeyIndia) September 8, 2024
Here’s the starting XI as they face China in the Asian Champions Trophy.
Catch every moment LIVE on Sony Sports Ten 1 and Sony LIV.
Let’s go, Team India🇮🇳#HockeyIndia #IndiaKaGame #ACT24
.
.
.@CMO_Odisha @IndiaSports… pic.twitter.com/Js7WA4LTyG
ম্যাচের ১৪তম মিনিটে গোল করে সুখজিৎ ভারতীয় দলকে এগিয়ে দেন। ২৭তম মিনিটে উত্তম সিংহ দলের লিড দ্বিগুণ করেন। হাফটাইমের পরেই অভিষেক ভারতের হয়ে আরও একটি গোল করেন। ৩২ মিনিটে আসে তৃতীয় গোলটি। বড় ব্যবধানে জয় সুনিশ্চিত করে ভারত।
Team India off to a perfect start here at Hulunbuir, Inner Mongolia in the Hero Asian Champions Trophy 2024 with a 3-0 win over the hosts China.
— Hockey India (@TheHockeyIndia) September 8, 2024
Sukhjeet Singh, Uttam Singh and Abhishek score for Team India.
Next up Japan🇯🇵 tomorrow at 1.15 PM (IST)#HeroACT2024 #IndvChn… pic.twitter.com/rh1Sc5MTZy
সোমবার জাপানের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। গত বছর ভারতীয় দল ঘরের মাঠেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। প্রথম দল হিসাবে চার বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ইতিহাস গড়েছিল ভারত। এবার পঞ্চম খেতাব জয়ের লক্ষ্যে নেমেছেন তাঁরা। টুর্নামেন্টের অপর ম্যাচে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান নিজেদের ম্যাচে ড্র করে। মালয়েশিয়ার বিরুদ্ধে ২-২ ড্র করে পাকিস্তান। জাপান ও কোরিয়া ড্র করলেও এক হাই স্কোরিং ম্যাচের সাক্ষী থাকলেন হকিপ্রেমীরা। ওই ম্যাচের স্কোর ৫-৫।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হতাশ করলেন গিলরা, জলে গেল ব্যাটে বলে আকাশ দীপের লড়াই, দলীপে ৭৬ রানে জয় ঈশ্বরণদের