Hockey Pro League 2021-22: হকি প্রো লিগে চিনকে ৭-১ গোলে হারাল ভারতের মহিলা দল
Hockey Pro League 2021-22: নভনীত কৌর ম্যাচে প্রথম গোল করেন ৪ মিনিটের মাথায়। ম্যাচের ভারতের হয়ে দ্বিতীয় গোল করেন নেহা। ১১ মিনিটের মাথায় গোল করেন তিনি। প্রথম কোয়ার্টারে আর কোনো গোল হয়নি।
মাস্কট: হকি প্রো লিগে চিনকে ৭-১ গোলে হারিয়ে দিল ভারতীয় মহিলা হকি দল। এর আগে মহিলাদের এশিয়ান কাপ হকিতেও চিনকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় দল। এবার হকি প্রো লিগেও সেই জয়ের ধারা বজায় রাখল তারা। নভনীত কৌর ম্যাচে প্রথম গোল করেন ৪ মিনিটের মাথায়। ম্যাচের ভারতের হয়ে দ্বিতীয় গোল করেন নেহা। ১১ মিনিটের মাথায় গোল করেন তিনি। প্রথম কোয়ার্টারে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয় কোয়ার্টারের খেলার শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ আরো বাড়়িয়ে নিয়েছিল ভারত। খেলার ৪০ মিনিটের মাথায় বন্দনা কাটারিয়া গোল করেন। এরপর ৪৭ ও ৫২ মিনিটে গোল করেন সুশীলা চানু। খেলার ৪৮ মিনিটের মাথায় শর্মিলা দেবী গোল করেন। গুরজিৎ কৌর ৫০ মিনিটের মাথায় ম্যাচের শেষ গোলটি করেন। ৪৩ মিনিটে চিনের হয়ে একমাত্র গোলটি করেছিলেন ইয়ুং ডেং।
দু দিন আগেই চিনকে ২-০ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন সবিতা দেবীরা। সেমিফাইনালে কোরিয়ার বিরুদ্ধে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হলেও চিনকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছিল ভারতীয় দল এশিয়া কাপে। দলের হয়ে দুটো গোল করেন শর্মিলা দেবী ও গুরজিৎ কৌর। এদিন ম্য়াচের প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। গুরজিতের প্রথম প্রচেষ্ট আটকে দিলেও রিটার্ন থেকে জালে বল জড়িয়ে দেন শর্মিলা দেবী। তবে দ্বিতীয় কোয়ার্টারে গোল করেন গুরজিৎ নিজেই। তাঁর বুলেট গতিতে ফ্লিক আটকাতে ব্যর্থ হন চিনের গোলরক্ষক।
এর আগে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। পুল-এ'র ম্যাচে এদিন সিঙ্গাপুরকে কার্যত একপেশে ম্যাচে খড়কুটোর মতো উড়িয়ে দেন ভারতীয় মহিলারা। গতবারের চ্যাম্পিয়ন দল ভারতের আক্রমণাত্মক হকির কোনও উত্তর ছিল না সিঙ্গাপুরের মেয়েদের কাছে। উল্লেখ্য, প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯-০ গোলে হারানোর পরে জাপানের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল ভারতকে। তাদের তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৯-১ গোলে হারিয়ে দিয়েছিল তারা।