Wrestling Championship: অনূর্ধ্ব ১৭ এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ৪ সোনা, ১টি ব্রোঞ্জ ভারতের
Wrestling Championship 2022: ৪৬ কেজি বিভাগে সোনা জিতেছেন শ্রুতি, ৫৩ কেজি বিভাগে সোনা জিতেছেন রীনা ও ৬১ কেজি বিভাগে সোনা জয় করেছেন সবিতা। ৬৯ কেজি বিভাগে মানসি ভাদানা ব্রোঞ্জ জিতেছেন।
কিরগিজস্তান: অনূর্ধ্ব ১৭ এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের (Asian U-17 Wrestling Championship) আসর বসেছে কিরগিজস্তানে। আর সেই চ্যাম্পিয়নশিপের আসরেই চারটি সোনা জিতেছেন ভারতীয় মহিলা কুস্তিগীররা (Wrestler)। ৪০ কেজি বিভাগে সোনা জিতেছেন মুসকান। ৪৬ কেজি বিভাগে সোনা (Gold) জিতেছেন শ্রুতি, ৫৩ কেজি বিভাগে সোনা জিতেছেন রীনা ও ৬১ কেজি বিভাগে সোনা জয় করেছেন সবিতা। ৬৯ কেজি বিভাগে মানসি ভাদানা ব্রোঞ্জ জিতেছেন।
ভারতীয় পুরুষদের মধ্যে রনিত শর্মা ৪৮ কেজি বিভাগে ১টি ব্রোঞ্জ জিতেছেন। ১১০ কেজি বিভাগে প্রদীপ সিংহ রুপো জিতেছেন ও মোহিত খোকার ৮০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন।
কিছুদিন আগেই কুস্তিতে সোনা জিতেছিলেন রিও অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী মালিক। পাঁচ বছরের অপেক্ষা শেষ অবশেষে ফের কুস্তিতে সোনা জিতলেন সাক্ষী মালিক। ইউডব্লিউডব্লিউ র্যাঙ্কিং সিরিজ়ে ইভেন্টে সোনা জিতলেন ভারতীয় মহিলা কুস্তিগীর। মানসী ও দিব্যাও ভারতীয় কুস্তিগীরদের মধ্যে পোডিয়ামে শীর্ষে ছিলেন। কিন্তু সাক্ষীর প্রত্যাবর্তনই সবচেয়ে বড় খবর ছিল কুস্তিতে। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী কমনওয়েলথ গেমসে ২০১৭ সালে সোনা জিতেছিলেন। ইউডব্লিউডব্লিউ র্যাঙ্কিং সিরিজ়ে ইভেন্টের ফাইনালে সাক্ষী হারিয়ে দিয়েছিলেন কাজাখস্তানের কুস্তিগিরইরিনা কুজনেতসোভাকে। অলিম্পিক্সের মঞ্চে সাক্ষীর সাফল্য অনেককেই অনুপ্রাণিত করেছিল। এরপর থেকেই ভারত কুস্তিতে সাফল্য পেয়ে এসেছে।
উল্লেখ্য, ভারতের হয়ে রিও অলিম্পিক্সে মহিলাদের রেসলিংয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সাক্ষী। ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি। রিওর সবচেয়ে গর্বের মুহূর্ত ছিল যখন প্রিয় ছাত্রী পদক জয়ের পর সাক্ষীর কোচ তাঁকে কাঁধে তুলে নিয়েছিলেন। চোখে জল চলে এসেছিল সাক্ষীর। তাঁর হাতে তখন ছিল তেরঙ্গা। রোহতকের সাক্ষী পদক জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন প্রথম থেকেই। সেই মতই নিজেকে প্রস্তুতও করেছিলেন। মহিলাদের রেসলিংয়ের ৫৮ কেজি ফ্রিস্টাইল বিভাগে কিরগিজস্তানের আইসুলু টিনিবিকেভাকে হারিয়ে দিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন সাক্ষী।
আরও পড়ুন: করোনা আক্রান্ত রবিচন্দ্রন অশ্বিন, যেতে পারলেন না ইংল্যান্ডে