Indonesia Masters: ইন্দোনেশিয়ান ওপেনের কোয়ার্টারে লক্ষ্য সেন, ছিটকে গেলেন সাইনা
Lakshya Sen: শেষ ষোলোর লড়াইয়ে প্রথম সেট হেরে গেলেও পরের ২ সেট জিতে ম্যাচ জিতে নেন। ম্যাচের ফল লক্ষ্যর পক্ষে ১৯-২১, ২১-৮, ২১-১৭।
জাকার্তা: ইন্দোনেশিয়া মাস্টার্স বিডব্লিউএফ ৫০০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। সপ্তম বাছাই এই তরুণ শাটলার মালয়েশিয়ার চে ইয়ংয়ের বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে প্রথম সেট হেরে গেলেও পরের ২ সেট জিতে ম্যাচ জিতে নেন। ম্যাচের ফল লক্ষ্যর পক্ষে ১৯-২১, ২১-৮, ২১-১৭। লক্ষ্য জয় পেলেও হেরে গিয়েছেন ভারতের সাইনা নেহওয়াল। চিনের ইউ হানের বিরুদ্ধে ১৫-২১, ৭-২১।
বাতিল হল নিষেধাজ্ঞা
কলকাতার ক্লাব এক বিবৃতিতে জানায়, 'ইমামি ইস্টবেঙ্গলের তরফে জানানো হচ্ছে যে ক্লাবের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা ফিফা তুলে নিয়েছে। ২৬ জানুয়ারি রাত ২টোয় ক্লাবকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ক্লাব আইএসএলের বাকি মরসুম ও আসন্ন সুপার কাপের জন্য নতুন খেলোয়াড়দের দলে নিতে পারবে।' প্রসঙ্গত, বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। নতুন খেলোয়াড়রা এই মুহূর্তে দলে এলে দলের শক্তি বৃদ্ধি হবে, তা বালই বাহুল্য।
সম্মানরক্ষার লড়াই
ফের শুরু হচ্ছে সুপার কাপ
বছর চারেক আগে শেষবার সুপার কাপ (Super Cup) শেষবার আয়োজিত হয়েছিল। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর ফের একবার এ বছর সুপার আয়োজিত হতে চলেছে। কেরলে এপ্রিল মাসের আট থেকে ২৫ তারিখ পর্যন্ত এই বারের সুপার কাপ আয়োজিত হতে চলেছে বলে সরকারিভাবে জানানো হয়। কোচি, তিরুঅনন্তপুরম ও কোজিকোদের মধ্যে যে কোনও দুইটি শহরে এই টুর্নামেন্টটি আয়োজিত হবে।
চার বছর পর সুপার কাপ
এই টুর্নামেন্টে মোট ১৬টি দল খেলবে। আইলিগের ১১টি দল সরাসরি সুপার কাপের গ্রুপ পর্বে খেলবে। অপরদিকে, আই লিগজয়ী দলও সরাসরি গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে আই লিগের দুই থেকে ১০ নম্বরে থাকা দলগুলি যোগ্যতাঅর্জনপর্বে মুখোমুখি হবে এবং সেখান থেকেই টুর্নামেন্টের বাকি চারটি দল নির্ধারিত হবে। আই লিগে নবম ও দশম স্থানে থাকা দলগুলি একে অপরের বিরুদ্ধে কোয়ালিফায়ার ১ মাঠে নামবে। এই ম্যাচে জয়ী দল কোয়ালিফায়ার ২-এ লিগে দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। তৃতীয় থেকে অষ্টম দলটি নক আউট ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে।