IND vs SA: দ্রাবিড়ের তত্ত্বাবধানে দক্ষিণ আফ্রিকা বধের অনুশীলন শুরু রাহুল ব্রিগেডের
IND vs SA 2022: কোচ রাহুল দ্রাবিড় ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের উপস্থিতিতেই নেটে গা ঘামালেন ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড ও দীনেশ কার্তিকরা। আগামী ৯ তারিখ প্রথম টি-টোয়েন্টি
নয়াদিল্লি: হাতে আর মাত্র ২ দিন। এরপরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে পড়বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল। আইপিএলের (IPL) পর কিছুদিনের ছুটি কাটিয়েছিলেন রাহুল, পন্থ, ভুবনেশ্বররা। এরপর এনসিএতে ফিটনেস টেস্ট দিতে হয়েছিল প্রত্যেককেই। এরপরই অনুশীলনে নেমে পড়লেন সবাই।
কোচ রাহুল দ্রাবিড় ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের উপস্থিতিতেই নেটে গা ঘামালেন ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড ও দীনেশ কার্তিকরা। রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রীত বুমরার মত অনেক তারকা ও অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। কে এল রাহুল নেতৃত্ব দেবেন দলকে। প্রথম ম্য়াচ জিতলেই ১৩ টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়বে ভারতীয় দল।
View this post on Instagram
এদিন তরুণ ক্রিকেটারদের মধ্যে উমরান মালিকের সঙ্গে অনেকক্ষণ সময় কাটাতে দেখা গেল রাহুল দ্রাবিড়কে। নেটে দীর্ঘক্ষণ বোলিং করলেন উমরান। এছাড়া রুতুরাজ গায়কোয়াড, রবি বিষ্ণোই, আবেশ খানরাও অনেকক্ষণ অনুশীলন করলেন। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের সঙ্গে আলোচনা করতে দেখা গেল তরুণ অর্শদীপ সিংহকে। উমরানের সঙ্গে একাদশে জায়গা করে নেওয়ার লড়াইটা থাকবে এই পাঞ্জাব তরুণের। স্পিন আক্রমণে দীর্ঘদিন পরে জাতীয় দলে দেখা যাবে চাহাল-কুলদীপ জুটিকে। যদিও একসঙ্গে তাঁরা একাদশে খেলবেন কি না তা নিয়ে সন্দেহ আছে।
আরও পড়ুন: রঞ্জিতে প্রথম সেঞ্চুরি, বাংলাকে চ্যাম্পিয়ন করাই একমাত্র লক্ষ্য সুদীপ ঘরামির