INDW vs AUSW: প্রথম ইনিংসে ১৮৭ রানের লিড ভারতের, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত ২ উইকেট খুঁইয়ে চাপে অজিরা
INDW vs AUSW Test: ২ উইকেট তুলে নিয়েছেন ভারতীয় বোলাররা। ৬৩ রান বোর্ডে তুলতেই ২ উইকেট খুঁইয়েছে হিলির দল। এখনও ১২৪ রান পিছিয়ে তারা ভারতের থেকে।
মুম্বই: দ্বিতীয় দিনের শেষেই ১৫৭ রানের লিড নিয়ে নিয়েছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার (Australia Womens Cricket Team) বিরুদ্ধে ঘরের মাঠে একমাত্র টেস্ট খেলতে নেমে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির সময় চালকের আসনে হরমনপ্রীত ব্রিগেড। প্রথম ইনিংসে ১৮৭ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে অজিদের ব্যাটিংয়ের সময় ২ উইকেট তুলে নিয়েছেন ভারতীয় বোলাররা। ৬৩ রান বোর্ডে তুলতেই ২ উইকেট খুঁইয়েছে হিলির দল। এখনও ১২৪ রান পিছিয়ে তারা ভারতের থেকে।
এর আগে এদিন ক্রিজে ব্যাট করতে নেমেছিল গতকাল অর্ধশতরান হাঁকানো দীপ্তি শর্মা ও তাঁর সঙ্গী পূজা ভাস্ত্রাকার। এদিন যদিও বেশিদূর এগোতে পারেননি ২ জনের কেউই। দীপ্তি গতকালের তাঁর রানের সঙ্গে মাত্র ৮ রান যোগ করেই প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে পূজা গতকাল ৩৩ রানে অপরাজিত ছিলেন। এদিন তিন রানের জন্য় নিজের অর্ধশতরান মিস করেন এই অলরাউন্ডার। রেনুকা সিংহ ৮ রান করেন। এদিন মাত্র ৩০ রান যোগ করতেই অল আউট হয়ে যায় ভারত। ৪০৬ রান শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ১৮৭ রানের লিড নিয়ে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেথ মুনি ও লিচফিল্ড এদিন প্রথম ওপেনিং জুটিতে ৪৯ রান বোর্ডে যোগ করেন। আগের ইনিংসে লিচফিল্ড খাতা খোলার আগেই ফিরে গিয়েছিলেন প্যাভিলিয়নে। এদিন যদিও ১৮ রানের ইনিংস খেলেন তিনি। বেথ মুনি দ্রুততার সঙ্গে রান তুলছিলেন বোর্ডে। তবে ৩৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেই প্যাভিলিয়নে ফেরেন রান আউট হয়ে। দুরন্ত ফিল্ডিংয়ের উদাহরণ রাখেন শিলিগুড়ির রিচা ঘোষ। এই মুহূর্তে ক্রিজে আছেন এলিসা পেরি ও তাহিলা ম্যাকগ্রা।
অর্ধশতরানের পর কী বলছেন রিচা ঘোষ?
জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন। গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁর বাবা, মা। এমন সুযোগ কি মিস করা যায় নাকি। সাজানো মঞ্চে অর্ধশতরান হাঁকিয়েছেন। গোটা মাঠ তাঁর জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছে। অনুভূতিটা ভাষায় প্রকাশ করার না। নিজের বাবা, মাকে পাশে নিয়েই রিচা বললেন, ''প্রতিটা বল অনুযায়ী শট নির্বাচন করছিলাম আমরা। যেটাই স্ট্রেইট মারার, সেটা সেভাবেই মেরেছি। স্যুইপ শট খেলার প্রয়োজন হলে তেমন শটই খেলেছি। কেরিয়ারের প্রথম টেস্ট। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার না। দ্বিতীয় ইনিংসেও নিজের ব্যাটিংয়ে সেরাটা দিতে চাই।''
রিচা আরও বলেন, ''জেমাইমার সঙ্গে আমার একমাত্র লক্ষ্য ছিল একটা বড় পার্টনারশিপ গড়ে তোলার। যত স্কোরবোর্ড রান যোগ হচ্ছিল তত আমার মধ্যে আত্মবিশ্বাসও আরও বাড়ছিল। এরমধ্যে বেশ কয়েকটি বল নীচু হয়ে আসছিল। তাই আমাদের একটু সতর্ক হয়েও খেলতে হচ্ছিল।''