এক্সপ্লোর
Advertisement
কাঁধে চোট, টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন স্মিথ
রাঁচি: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হওয়ার আগে ফের ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। কাঁধের চোটের জন্য এই সিরিজ থেকে ছিটকে গেলেন অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর বদলে দলে এসেছেন মার্কাস স্টোইনিস। স্মিথ দেশে ফিরে যাচ্ছেন। তাঁর বদলে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়া দলের চিকিৎসক রিচার্ড শ এক বিবৃতিতে বলেছেন, ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের পঞ্চম ম্যাচে ফিল্ডিং করার সময় ঝাঁপিয়ে পড়ে একটি বল ধরতে গিয়ে ডান কাঁধে চোট পান স্মিথ। ম্যাচের পর তিনি চোটের কথা জানান। এমআরআই স্ক্যান করে দেখা গিয়েছে, চোট গুরুতর নয়। কিন্তু স্মিথের পক্ষে ব্যাট করা বা বল ছোড়া সম্ভব হচ্ছে না। সেই কারণেই দল কোনও ঝুঁকি নিতে চাইছে না। দেশে ফেরার পর আরও পরীক্ষা করা হবে। আশা করা হচ্ছে শেফিল্ড শিল্ডের নতুন মরসুমের শুরু থেকেই খেলতে পারবেন স্মিথ।
আগামী মাস থেকে শুরু হচ্ছে অ্যাশেজ। তার আগে স্মিথের বিষয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই কারণেই অধিনায়ককে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement