এক্সপ্লোর
Advertisement
বিসিসিআই সরকারিভাবে ঘোষণা করার আগেই প্রকাশ্যে আইপিএল-এর সূচি, ২৯ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বই-চেন্নাই
অসমর্থিত সূত্রে খবর, ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল।
নয়াদিল্লি: আইপিএল-এর বেশিদিন বাকি নেই। ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিসিসিআই এখনও সরকারিভাবে আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি। কিন্তু তার আগেই প্রকাশ্যে চলে এল আইপিএল-এর সূচি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদের মতো দলগুলি ট্যুইটারে তাদের ম্যাচের দিনক্ষণ ঘোষণা করেছে।
Up & away, we are coming your way! Mark your calendars. #PlayBold #NewDecadeNewRCB pic.twitter.com/72elgDkGUI
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 15, 2020
অসমর্থিত সূত্রে খবর, ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। ৩১ মার্চ আরসিবি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে প্রথম ম্যাচ ৩ এপ্রিল। সেদিন দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কেকেআর। লিগ পর্যায়ের শেষ ম্যাচ ১৭ মে। ফাইনাল ২৪ মে। এবারের আইপিএল-এ শনিবার আর জোড়া ম্যাচ থাকছে না। তার ফলে গতবার ৪৪ দিনে এই প্রতিযোগিতা শেষ হয়ে গেলেও, এবার দিনের সংখ্যা বেড়ে হচ্ছে ৫০। রাজস্থান রয়্যালস জয়পুরের পাশাপাশি গুয়াহাটিতেও কয়েকটি ম্যাচ খেলতে পারে। বাকি দলগুলি আগের মতোই নিজেদের পুরনো মাঠেই খেলবে।
🚨 ATTENTION #OrangeArmy🚨
The moment you've all been waiting for.
Mark your 🗓 for #IPL2020! pic.twitter.com/Z11JPXDvwu
— SunRisers Hyderabad (@SunRisers) February 15, 2020
আইপিএল গভর্নিং কাউন্সিল আগেই জানিয়েছে, বিভিন্ন মহল থেকে চাপ থাকলেও, রাত্রের ম্যাচগুলি আটটা থেকেই শুরু হবে। সন্ধে সাড়ে সাতটা থেকে খেলা শুরু হবে না। বিকেলের ম্যাচগুলি চারটে থেকেই শুরু হবে। আইপিএল শুরু হওয়ার আগে একটি অলস্টার ম্যাচ হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement