IPL 2022 mega auction: ডিসেম্বরের শেষদিকে হতে পারে আইপিএলের নিলাম, তৈরি হচ্ছে নতুন দু’টি ফ্র্যাঞ্জাইজিও
IPL 2022: কলকাতা নাইট রাইডার্স সূত্রে খবর, রিটেন করা হতে পারে বেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে। নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউয়ে যোগ দিতে পারেন পঞ্জাব কিংসের অধিনায়ক কে এল রাহুল।
নয়াদিল্লি: আগামী বছরের আইপিএল-এ যুক্ত হচ্ছে নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজি লখনউ ও আমদাবাদ। বাকি দলগুলিও নিলামের জন্য তৈরি হচ্ছে। ২০২২ আইপিএলের নিলাম হতে পারে আগামী মাসের শেষদিকে বা আগামী বছরের জানুয়ারির শুরুতে। বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত নিলামের দিন ঘোষণা করা হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলি কোন ক্রিকেটারদের ধরে রাখবে, সেই তালিকা মঙ্গলবারের মধ্যে জমা দিতে বলেছে বিসিসিআই। পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলি চারজন করে ক্রিকেটারকে রিটেন করতে পারবে বলে সূত্রের খবর।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজি ১ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে তিনজন প্রথমসারির ক্রিকেটারকে সই করাতে পারবে। এরপর নিলামে অন্যান্য ক্রিকেটারদের বেছে নেওয়ার সুযোগ থাকবে।
কলকাতা নাইট রাইডার্স সূত্রে খবর, রিটেন করা হতে পারে বেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে।
মুম্বই ইন্ডিয়ান্স ধরে রাখতে পারে অধিনায়ক রোহিত শর্মা, পেসার জসপ্রীত বুমরাহ, ক্যারিবিয়ান অলরাউন্ডার কিয়েরন পোলার্ড ও বাঁ হাতি ঈশান কিষাণকে।
চেন্নাই সুপার কিংস ধরে রাখতে পারে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজা ও মইন আলি বা স্যাম কারানকে।
দিল্লি ক্যাপিটালস ধরে রাখতে পারে ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার ও অক্ষর পটেলকে।
সূত্রের খবর, নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউয়ে যোগ দিতে পারেন পঞ্জাব কিংসের অধিনায়ক কে এল রাহুল। তিনিই লখনউয়ের দলটির অধিনায়ক হতে পারেন।
বিসিসিআই সূত্রে খবর, ফ্র্যাঞ্চাইজিগুলি যে ক্রিকেটারদের ধরে রাখবে, তাঁদের মোট বেতন থাকবে ৪২ কোটি টাকার মধ্যে। প্রথম পছন্দের যে ক্রিকেটারকে রিটেন করা হবে, তাঁর বেতন হবে ১৬ কোটি টাকা। দ্বিতীয় যে ক্রিকেটারকে রিটেন করা হবে, তাঁর বেতন হবে ১২ কোটি টাকা। তৃতীয় পছন্দের ক্রিকেটার হিসেবে যাঁকে রিটেন করা হবে, তাঁর বেতন হবে ৮ কোটি টাকা। চতুর্থ যে ক্রিকেটারকে রিটেন করা হবে, তাঁর বেতন হবে ৬ কোটি টাকা।
নিলামের সময় ফ্র্যাঞ্চাইজিগুলি ৯০ কোটি টাকা করে খরচ করতে পারবে।