IPL 2022 Mega Auction: নিলামে ২ কোটির সর্বোচ্চ বেস প্রাইস ১০ ভারতীয়র, তালিকায় কে কে?
IPL 2022 Mega Auction: আর নিলামে (auction) ওঠা মোট ৫৯০ জন ক্রিকেটারের তালিকাও প্রকাশ করেছে বিসিসিআই (bcci)। সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা রেখে নিলামে উঠেছেন ১৭ জন ভারতীয়।
মুম্বই: আইপিএলের (ipl 2022) নিলাম আয়োজিত হতে চলেছে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি। আর নিলামে (austion) ওঠা মোট ৫৯০ জন ক্রিকেটারের তালিকাও প্রকাশ করেছে বিসিসিআই (bcci)। সর্বোচ্চ বেস প্রাইস ২ কোটি টাকা রেখে নিলামে উঠেছেন ১৭ জন ভারতীয়। মোট ৪৮ জন ক্রিকেটার ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন নিজেদের। এর মধ্যে ৩১ জন বিদেশি ক্রিকেটারও রয়েছেন।
এক নজরে দেখে নেওয়া যাক ২ কোটি বেস প্রাইস রয়েছে কোন কোন ভারতীয় ক্রিকেটারের - রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধবন, শ্রেয়স আইয়ার, দেবদত্ত পাড়িক্কাল, সুরেশ রায়না, মহম্মদ শামি, রবিন উথাপ্পা, ক্রুণাল পাণ্ড্য, হর্ষল পটেল, দীনেশ কার্তিক, ঈশান কিষাণ, আম্বাতি রায়ডু, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল
চলতি বছর আইপিএলের ১৫ তম সংস্করণ। ক্রিকেটারদের মধ্যে মোট ২২৮ জন ক্যাপড প্লেয়ার, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ার ও ৭জন অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার এবার নিলামে উঠছেন। এবারের আইপিএলে মোট ১০ দলের খেলা হবে। লখনউ ও আমদাবাদ নতুন ২ টো ফ্র্যাঞ্চাইজি।
২ কোটি টাকা বেস প্রাইস রাখা ক্রিকেটারের সংখ্য়া এবারের নিলামে মোট ৪৮ জন। ২০ জন ক্রিকেটার তাঁদের বেস প্রাইস রেখেছেন ১ কোটি ৫০ লক্ষ। ৩৪ জন ক্রিকেটার তাঁদের বেস প্রাইস রেখেছেন ১ কোটি। ৩৭০ জন ভারতীয় প্লেয়ার যেখানে নিলামে অংশ নিচ্ছেন। সেখানে ২২০ জন বিদেশি প্লেয়ার এবারের নিলামে উঠছেন।
বিদেশী ক্রিকেটারদের মধ্যে এবারের নিলামে সর্বাধিক ৪৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে অংশ নিতে চলেছেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, নিউজিল্যান্ডের ২৪, শ্রীলঙ্কার ২৩, আফগানিস্তানের ১৭, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৫ জন করে ক্রিকেটার অংশ নেবেন। এছাড়া অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে নামিবিয়ার ৩ জন, ২ জন স্কটল্যান্ড ও জিম্বোবোয়ে, নেপাল ও ইউএসএ থেকে ১ জন করে ক্রিকেটার অংশ নেবেন নিলামে।