IPL 2023: লখনউ-মুম্বই ম্যাচের আগে কুকুরের কামড় খেলেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর
Arjun Tendulkar: ম্যাচের আগেই মুম্বইয়ের অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) লখনউয়ের যুদ্ধবীর সিংহের সঙ্গে দেখা করে কথা বলতে দেখা যায়। যুদ্ধবীরই অর্জুনের আঙুলে কী হয়েছে প্রশ্ন করেন।
লখনউ: আজই আইপিএলের (IPL 2023) প্লে-অফে পৌঁছনোর লক্ষ্যে মহাগুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সেই ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়রা সোমবার বেশ কিছুটা সময় অনুশীলনে ঘাম ঝড়ালেন। এই অনুশীলনেই দুই দলের খেলোয়াড়রা আবার একে অপরের সঙ্গে সাক্ষাতের পর খোশমেজাজে গল্পও করেন। ম্যাচের আগেই মুম্বইয়ের অর্জুন তেন্ডুলকরকে (Arjun Tendulkar) লখনউয়ের যুদ্ধবীর সিংহের সঙ্গে দেখা করে কথা বলতে দেখা যায়।
কুকর কামড়াল অর্জুনকে
অর্জুন ও যুদ্ধবীরের সাক্ষাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় লখনউ সুপার জায়ান্টসের তরফে পোস্ট করা হয়। দেখা হতেই দুইজনে একে অপরকে জড়িয়ে ধরেন। এরপরেই যুদ্ধবীর অর্জুনের আঙুলে কী হয়েছে, তা জানতে চান। জবাবে অর্জুন জানান, দুর্ভাগ্যবশত তাঁর আঙুলে একটি কুকুর কামড়ে দিয়েছে। বাঁ-হাতি বোলার অর্জুনের বাঁ-হাতেই কুকুর কামড়ানোয় আজকের ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, সেই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত মাসেই অর্জুন বহু প্রতীক্ষার পর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই নিজের আইপিএল অভিষেক ঘটান। তবে কিছু ম্যাচে সুযোগ পেলেও খুব আহামরি পারফর্ম করতে পারেননি সচিনপুত্র। তিনি চার ম্যাচ খেলে মাত্র তিনটি উইকেট নেন। এরপরেই পল্টনদের একাদশ থেকে ড্রপ করা হয় অর্জুনকে। বিগত বেশ কিছু ম্যাচ খেলেননি তিনি। উপরন্তু, এবার কুকুরের কামড়ে তাঁর বোলিং হাতও আহত। তাই লখনউয়ের বিরুদ্ধে তাঁকে মাঠে নামতে দেখা যাবে কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
Mumbai se aaya humara dost. 🤝💙 pic.twitter.com/6DlwSRKsNt
— Lucknow Super Giants (@LucknowIPL) May 15, 2023
মহাগুরুত্বপূর্ণ ম্যাচ
প্রসঙ্গত, আজকের ম্যাচটি কিন্তু দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। বর্তমানে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিন নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচ জিতলে মুম্বই প্লে-অফের দৌড়ে এক পা বাড়িয়েই রাখবে। অপরদিকে, মুম্বইয়ের ঠিক পরেই, চার নম্বরে রয়েছে লখনউ। তাঁদের দখলে আপাতত ১৩ পয়েন্ট। ক্রুণাল পাণ্ড্যরা যদি পল্টনদের হারিয়ে দিতে সক্ষম হন, তাহলে কেকেআরের প্লে-অফে পৌঁছনোর ক্ষেত্রে কিন্তু চাপটা বেশ বাড়বে। ম্যাচের পর শেষ হাসিটা কে হাসবেন, সেটাই দেখার।
আরও পড়ুন: গরমের মরসুমে পাতে এই পাঁচ ফল থাকলে দূর হবে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব, বাড়বে জেল্লা