KKR Exclusive: কেকেআরে সুযোগ পাবেন বাংলার ক্রিকেটার? নাইটদের নেটে অভিমন্যু-সুদীপ
IPL 2023: অবশেষে কি শাহরুখ খান-জুহি চাওলার দলে দেখা যাবে বাংলার কোনও ক্রিকেটারকে?
সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে, শহরের দল হয়েও বাংলার ক্রিকেটারদের সেভাবে সুযোগ দেয় না। কেউ কেউ এও বলে থাকেন যে, ভিন রাজ্যের খুব সাধারণ মানের ক্রিকেটার দলে নিলেও বাংলার ক্রিকেটারেরা ব্রাত্যই থেকে যান নাইট শিবিরে। এমনকী, এবারের দলে (IPL 2023) তো বাংলার একজন ক্রিকেটারও জায়গা পাননি।
সেই ছবি কি সামান্য হলেও বদলাতে চলেছে? অবশেষে কি শাহরুখ খান-জুহি চাওলার দলে দেখা যাবে বাংলার কোনও ক্রিকেটারকে?
বুধবারের পর থেকে সেই জল্পনা মাথাচাড়া দিয়েছে। কারণ, নাইটদের নেটে আচমকা দেখা যাচ্ছে বাংলার দুই ক্রিকেটারকে। অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি।
তাৎপর্যপূর্ণ হচ্ছে, দুজনের কেউই নেট বোলার নন। বাংলা থেকে নেট বোলার হিসাবে অনেকেই কেকেআরের প্র্যাক্টিসে আগেও গিয়েছেন। কিন্তু অভিমন্যু ও সুদীপ, দুজনই ব্যাটার।
নাইট শিবির সূত্রে যা খবর, আপাতত আর একজন ক্রিকেটারকে দলে নেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। একসঙ্গে জোড়া ধাক্কা খেতে হয়েছে কেকেআরকে। প্রথমত, চোটের জন্য গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। যিনি শুধু নাইটদের ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন তাই নয়, তিনি ছিলেন দলের অধিনায়কও। তারপর শাকিব আল হাসানও ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার ইংল্যান্ডের জেসন রয়কে দলে নিয়েছে কেকেআর। মনে করা হচ্ছে, জেসন দলে যোগ দেওয়ায় শ্রেয়সের অভাব অনেকটাই মিটবে। তবে ভারতীয় একজন ব্যাটারের প্রয়োজন রয়েছে কেকেআরে। আর সেই কারণেই নতুন করে খোঁজ শুরু হয়েছে।
শোনা গেল, বাংলার দুই ক্রিকেটার অভিমন্যু ও সুদীপকে বলা হয়েছিল দলের প্র্যাক্টিসে আসতে। গত রঞ্জি ট্রফিতে দুজনই রানের মধ্যে ছিলেন। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ১০ ম্যাচে ৮০৩ রান করে ছয় নম্বরে ছিলেন সুদীপ। ৮ ম্যাচে ৭৯৮ রান করে সাতে ছিলেন অভিমন্যু। দুজনই আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন। কিন্তু কোনও দলই তাঁদের নিয়ে কোনও আগ্রহ দেখায়নি। অবশেষে কেকেআর কি তাঁদের মধ্যে কোনও একজনকে দলে নেবে?
এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ইঙ্গিত নেই। তবে সিএবি কর্তারা অনেকেই আশাবাদী যে, কোনও একজনের কপালে শিঁকে ছিঁড়বে। কেকেআরে অন্তত একজন হলেও বাংলার ক্রিকেটার সুযোগ পাবেন।
আপাতত আরও কয়েকদিনের অপেক্ষা। তারপরই ছবিটা পরিষ্কার হয়ে যাবে বলে ধারণা সব মহলেরই।
আরও পড়ুন: রাসেল-ঝড় থামাতে বিশেষ পরিকল্পনা? বোলিং কোচের নির্দেশের অপেক্ষায় আকাশ