RCB: আইপিএল শুরুর আগেই উদ্বেগে কোহলিদের আরসিবি, ছিটকে যেতে পারেন ইংরেজ তারকা?
IPL: উইল জ্যাকসকে নিয়ে উৎকণ্ঠায় বিরাট কোহলিদের দল। ইংল্যান্ডের অলরাউন্ডারকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় এবারের নিলাম থেকে কিনেছে আরসিবি।
বেঙ্গালুরু: আইপিএল (IPL) শুরুর আগে আচমকা উদ্বেগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। কারণ, ইংরেজ তারকার চোট।
উইল জ্যাকসকে নিয়ে উৎকণ্ঠায় বিরাট কোহলিদের দল। ইংল্যান্ডের অলরাউন্ডারকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় এবারের নিলাম থেকে কিনেছে আরসিবি। আপাতত বাংলাদেশ সফর করছে ইংল্যান্ড। চোটের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন জ্যাকস। এমনিতেই চোটের জন্য গ্লেন ম্যাক্সওয়েল ও জস হ্যাজলউডকে পুরো টুর্নামেন্টে না-ও পেতে পারে আরসিবি। তার ওপর উদ্বেগ আরও বাড়াল জ্যাকসের চোট।
শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করার সময় বাম উরুতে চোট পান জ্যাকস। তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। ইংল্যান্ডেই জ্যাকসের রিহ্যাবিলিটেশন চলবে বলে খবর। ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আগামী আইপিএলে অভিযান শুরু করছে আরসিবি। আইপিএলে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি বেঙ্গালুরু। এবার ট্রফি খরা কাটাতে মরিয়া থাকবেন কোহলি, ম্যাক্সওয়েলরা। তার আগে জ্যাকসের চোট নিয়ে তৈরি হওয়া উদ্বেগ কাঁটা হতে পারে আরসিবির।
ভক্ত কোহলি
সামনেই ভারত (India) বনাম অস্ট্রেলিয়ার (Austrelia) চতুর্থ টেস্ট ম্যাচ (Test Match)। তার আগেই উজ্জয়িনীর (Ujjain) মহাকাল (Mahakal) জ্যোতির্লিঙ্গ মন্দিরে গিয়ে সস্ত্রীক পুজো দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ধুতি, গেঞ্জি, গলায় রুদ্রাক্ষের মালা পরে বিরাট কোহলিকে দেখা গেল মন্দিরের ঠাকুরের মন্দিরের চৌকাঠে বসে। এক নজরে দেখে চেনা যায় না।
শাড়ি পরে বিরাটের সামনে বসে ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। মহাকাল মন্দিরে তাঁরা যে প্রার্থনা জানাতে গিয়েছিলেন সেখানকার একাধিক ভিডিয়ো এবং ছবি ভাইরাল (Viral) হয়েছে ইতিমধ্যেই। বিরুষ্কাকে দেখে অসংখ্য অনুরাগীরাও ভিড় করেছিলেন সেখানে।
অনুষ্কা একদম মন্দিরের মূল দরজার সামনে বসেছিলেন। গোলাপি রঙের শাড়ি পরেছিলেন। তাঁর পাশে বিরাটকে সাদা ধুতি গেঞ্জি পরে বসে থাকতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিয়োতে মন্দির চত্বরে তাঁদের সঙ্গে আরও অনেক দর্শনার্থীদের দেখা যায়। অনুষ্কা জানান, মহাকালের মন্দিরে তাঁদের দর্শন ভাল হয়েছে।
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৭ গোল! রেকর্ড গড়ল লিভারপুল