ABP Exclusive: গিলক্রিস্টের আদলে অভিনব প্রস্তুতি রিঙ্কুর, হেলমেটে লাগিয়ে নিলেন ক্যামেরা
IPL 2023: যশ দয়ালকে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে আইপিএলের রূপকথায় জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। এবার অনুশীলনেও অভিনবত্ব যোগ করলেন তিনি। কী সেই অভিনব প্রস্তুতি?
সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (KKR) সমর্থকেরা চায়ের আড্ডায় বলাবলি করছেন, ভাগ্যিস তিনি ছিলেন। তা নাহলে ভরাডুবি নিশ্চিত ছিল। কেউ আবার বলছেন, গলি থেকে রাজপথে উত্থানের এরকম দৃষ্টান্ত তরুণ প্রজন্মের কাছে উদাহরণ।
যশ দয়ালকে শেষ ওভারে পাঁচ ছক্কা মেরে আইপিএলের রূপকথায় জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। এবার অনুশীলনেও অভিনবত্ব যোগ করলেন তিনি। কী সেই অভিনব প্রস্তুতি?
ইডেনে সোমবার পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। রবিবার সন্ধ্যায় কেকেআরের প্র্যাক্টিসের ফাঁকে দেখা গেল, হেলমেটে ক্যামেরা লাগিয়ে ব্যাট করছেন রিঙ্কু।
একটা সময় অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে দেখা যেত, হেলমেটে ক্যামেরা লাগিয়ে ব্যাট করছেন। আইপিএলে ডেকান চার্জাসের হয়ে খেলার সময়ও গিলক্রিস্টকে হেলমেটে ক্যামেরা লাগিয়ে ব্যাট করতে দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা বলেন, এতে নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখে আত্মবিশ্লেষণ অনেক ভাল করা যায়। ভুলত্রুটি শুধরে নেওয়া যায় দ্রুত। এবার গিলক্রিস্টের সেই দাওয়াই ব্যবহার করছেন রিঙ্কুও।
চলতি মরসুমে কেকেআরের সেরা ব্যাটারের নামও রিঙ্কু। ১০ ম্যাচে তিনি করেছেন ৩১৬ রান করেছেন। দুটি হাফসেঞ্চুরি। স্ট্রাইক রেট? ১৪৮.৩৫। প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে কেকেআরকে বাকি চার ম্যাচের চারটিই জিততে হবে। আর নাইট সমর্থকেরা তাকিয়ে থাকবেন রিঙ্কুর দিকেও।
কেকেআর বনাম পাঞ্জাব কিংস (KKR vs PBKS) ম্যাচে ঘূর্ণির পূর্বাভাস রয়েছে। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের অন্তত সেরকমই জানাচ্ছেন। কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচ হবে চার নম্বর পিচে। যে বাইশ গজে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলেছিল কেকেআর। শার্দুল ঠাকুরের ব্যাটিং ঝড় আছড়ে পড়েছিল আরসিবি শিবিরে। ২০৪ রান তুলেছিলেন নাইটরা। ম্যাচও জিতে নিয়েছিলেন।
কেকেআর বনাম আরসিবি ম্যাচ হয়েছিল ৬ এপ্রিল। ঠিক এক মাস আগে। আর এই ৩০ দিনে পিচের চরিত্র বেশ কিছুটা বদলে গিয়েছে বলেই খবর। সুজন বলছিলেন, 'বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই পিচে খুব বেশি জল দিতে পারিনি। উইকেট কিছুটা শুকনো থাকবে। ম্যাচ যত গড়াবে, স্পিনারদের জন্য সুবিধা থাকবে।'
সোমবার পাঞ্জাব স্পিনারদের বিরুদ্ধে রিঙ্কুর ফর্ম সম্পদ হতে পারে নাইট শিবিরের কাছে।
আরও পড়ুন: ABP Exclusive: ৪ ম্যাচই জিততে হবে, তবে ড্রেসিংরুম ফুরফুরে মেজাজে, বাড়তি চাপ নিচ্ছি না: বেঙ্কটেশ