IPL Final Probable XI: আইপিএল ফাইনালে কারা খেলবেন চেন্নাই ও গুজরাতের প্রথম একাদশে? ইমপ্যাক্ট প্লেয়ারই বা কে?
GT vs CSK: কোয়ালিফায়ার ওয়ানে শেষ হাসি হেসেছিলেন ধোনি। ক্যাপ্টেন কুলের মগজাস্ত্রে ঘায়েল হয়েছিল গুজরাত। ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। আর গুজরাতকে খেলতে হয়েছিল কোয়ালিফায়ার টু-তে।
আমদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার মহারণ। আইপিএল (IPL Final) ফাইনালে গুরু-শিষ্যের লড়াই। মুখোমুখি চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও গতবারের ট্রফিজয়ী গুজরাত টাইটান্স (GT vs CSK)। গুরু-শিষ্যের লড়াই কারণ, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। এবং হার্দিক প্রকাশ্যে বারবার বলে এসেছেন যে, নেতৃত্বের পাঠ তিনি পেয়েছেন ধোনির কাছেই।
কোয়ালিফায়ার ওয়ানে শেষ হাসি হেসেছিলেন ধোনি। ক্যাপ্টেন কুলের মগজাস্ত্রে ঘায়েল হয়েছিল গুজরাত। ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। আর গুজরাতকে খেলতে হয়েছিল কোয়ালিফায়ার টু-তে। যে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে গো হারান হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করে নিয়েছেন হার্দিকরা।
রবিবার হার্দিক-শুভমনরা খেলবেন ঘরের মাঠে। যে মাঠের পিচ ও পরিবেশ গুজরাত শিবিরের কাছে ভীষণ পরিচিত। কৌশলগতভাবে সুবিধা পাবে গুজরাত। অন্যদিকে কোয়ালিফায়ার ওয়ানে গতবারের চ্যাম্পিয়নদের হারিয়েছিল চেন্নাই আর সেই কারণে মনস্ত্বাত্ত্বিক সুবিধা পাবেন ধোনিরা।
কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ? ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেই বা নামবেন কে?
গুজরাত টাইটান্সের সম্ভাব্য দল: শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, নূর আমেদ, মোহিত শর্মা, মহম্মদ শামি ও জশ লিটল।
ইমপ্যাক্ট প্লেয়ার: গুজরাত যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে শুভমন গিল থাকবেন প্রথম একাদশে। পরে ফিল্ডিংয়ের সময় তাঁর পরিবর্তে নামতে পারেন জশ লিটল। যেহেতু প্রথম একাদশে তিনজন বিদেশি খেলছেন। যদি প্রথমে ফিল্ডিং করে গুজরাত, তাহলে শুরুতে নামবেন জশ লিটল। ব্যাটিংয়ের সময় নামতে পারেন শুভমন।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, শিবম দুবে, অজিঙ্ক রাহানে, মঈন আলি, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মহেশ তিকশানা ও মাথিশা পাথিরানা।
ইমপ্যাক্ট প্লেয়ার: চেন্নাই যদি প্রথমে ব্যাটিং করে, তাহলে শিবম দুবে থাকবেন প্রথম একাদশে। পরে ফিল্ডিংয়ের সময় তাঁর পরিবর্তে নামতে পারেন মাথিশা পাথিরানা। যেহেতু প্রথম একাদশে তিনজন বিদেশি খেলছেন। যদি প্রথমে ফিল্ডিং করে সিএসকে, তাহলে শুরুতে নামবেন মাথিশা পাথিরানা। ব্যাটিংয়ের সময় নামতে পারেন শিবম।
View this post on Instagram
ষোড়শ আইপিএলের (IPL 2023) শুরুটা হয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের (GT vs CSK) ম্যাচ দিয়েই। ৭৩টি ম্যাচের পর সেই একই স্টেডিয়ামে এই দুই দলই আবার খেতাবি লড়াইয়ে একে অপরের মুখোমুখি হতে চলেছে। পয়েন্ট তালিকা হোক বা পারফরম্যান্স, এই দুই দলই গোটা আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। ফাইনালে যোগ্য প্রতিপক্ষ হিসাবেই একে অপরের মুখোমুখি হচ্ছে সিএসকে ও গুজরাত।
আরও পড়ুন: WTC Final 2023: রুতুরাজের বদলে ভারতীয় দলে ডাক পাচ্ছেন যশস্বী?