IPL 2023 Points Table: ধোনির লড়াই ব্যর্থ করে ম্যাচ জিতেই লিগ তালিকার শীর্ষে রাজস্থান, কত নম্বরে রয়েছে সিএসকে?
CSK: ধোনির ১৭ বলে ৩২ রানের দুরন্ত ইনিংস সত্ত্বেও সিএসকেকে এক হাড্ডাহাড্ডি ম্যাচে ৩ রানে পরাজিত করে রাজস্থান রয়্যালস।
কলকাতা: বুধবার, ১২ এপ্রিল চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) এক রুদ্ধশ্বাস ম্যাচে তিন রানে হারিয়ে চলতি মরসুমের তৃতীয় ম্যাচটি জিতে নিয়েছে রাজস্থান রয়্যালস (Rajsthan Royals)। মহেন্দ্র সিংহ ধোনির ১৭ বলে দুরন্ত ৩২ রানের ইনিংসও সিএসকেকে জেতাতে পারেনি। এই জয়ের সুবাদেই লখনউ সুপার জায়ান্টসকে পিছনে ফেলে আইপিএল (IPL 2023) তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান।
আইপিএলের ১৭তম ম্যাচের (রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস) পর বর্তমান লিগ তালিকা:-
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রানরেট
রাজস্থান রয়্যালস ৪ ৩ ১ ৬ + ১.৫৮৮
লখনউ সুপার জায়ান্টস ৪ ৩ ১ ৬ +১.০৪৮
কেকেআর ৩ ২ ১ ৪ +১.৩৭৫
গুজরাত টাইটান্স ৩ ২ ১ ৪ +০.৪৩১
চেন্নাই সুপার কিংস ৩ ২ ১ ৪ +০.২২৫
পাঞ্জাব কিংস ৩ ২ ১ ৪ -০.২৮১
আরসিবি ৩ ১ ২ ২ -০.৮০০
মুম্বই ইন্ডিয়ান্স ৩ ১ ২ ২ -০.৮৭৯
সানরাইজার্স হায়দরাবাদ ৩ ১ ২ ২ -১.৫০২
দিল্লি ক্যাপিটালস ৪ ০ ৪ ০ -১. ৫৭৬
আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামবে পাঞ্জাব কিংস। উভয় দলই এখনও পর্যন্ত দুইটি করে ম্যাচ জিতেছে। তাই এই ম্যাচ জিতলে দুই দলেরই রাজস্থান রয়্যালসের সমসংখ্যক ছয় পয়েন্ট হয়ে যাবে। তবে লিগ তালিকার শীর্ষে থেকে রাজস্থানকে এই ম্যাচের পর সরাতে হলে দুই দলকেই বিরাট বড় ব্যবধানে জয় পেতে, কারণ দুই দলেরই নেট রানরেট রাজস্থানের থেকে বেশ খানিকটা কম।
আরও পডুন: সবচেয়ে বেশি উইকেট চাহালের, আইপিএলে পার্পল ক্যাপের দৌড়ে আর কারা?