IPL 2023: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে পেলেও, হতাশ গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য
Gujarat Titans: মরসুমের তৃতীয় ম্যাচ জিতে বর্তমানে লিগ তালিকায় তিন নম্বরে রয়েছে হার্দিকের নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স।
![IPL 2023: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে পেলেও, হতাশ গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য IPL 2023: Gujarat Titans skipper Hardik Pandya not happy despite beating Punjab Kings IPL 2023: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে পেলেও, হতাশ গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/14/b0aa11e7682430db026a2dff9797de7d1681445419322507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মোহালি: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের (PBKS vs GT) ম্যাচ জিততে এক সময় ১২ বলে ১৩ রানের প্রয়োজন। অর্শদীপ সিংহ ও স্যাম কারানের নিয়ন্ত্রিত বোলিংয়ের দৌলতে সেইখান থেকেই ম্যাচে দু্র্দান্তভাবে ফিরে গুজরাতকে চাপে ফেলে দিয়েছিল পাঞ্জাব। জয়ের জন্য শেষ দুই বলে প্রয়োজন ছিল চার রানের। যদি রাহুল তেওয়াটিয়া চার মেরে দলকে ম্যাচ জিতিয়ে দেন, তাও নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছেন না গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।
খুশি নন হার্দিক
ম্যাচ শেষে তিনি বলেন, 'আমরা যে পরিস্থিতিতে ছিলাম, সেখান থেকে এতদূর ম্যাচ টেনে নিয়ে আসাটা আমার একেবারেই পছন্দ হয়নি। এই ম্যাচ থেকে আমাদের শিক্ষার নেওয়ার মতো অনেক কিছু রয়েছে। খেলার তো এটাই মজা, ম্যাচ শেষ হওয়ার আগে পর্যন্ত দুই দলেরই জয়ের সম্ভাবনা থাকে। তবে আমাদের এই বিষয়টা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে। আমার মতে আমাদের মাঝের ওভারগুলিতে আরও কিছুটা ঝুঁকি নিয়ে আগেই ম্যাচ শেষ করে দেওয়া উচিত ছিল। শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যাওয়ার একেবারেই পক্ষপাতী নই আমি।'
মোহিতের প্রশংসা
এই ম্যাচেই আবার তিন বছর পর আইপিএলে প্রত্যাবর্তন ঘটান মোহিত শর্মা (Mohit Sharma)। আর কামব্যাক ম্যাচেই দুই উইকেট নিয়ে ম্য়াচ সেরাও হন তিনি। অভিজ্ঞ ফাস্ট বোলারের পারফরম্যান্সে অভিভূত হার্দিক। মোহিতের প্রশংসা করে তিনি বলেন, 'মোহিতকে অনেক অভিনন্দন। ওঁ নেট বোলার হিসাবে আমাদের যোগ দিয়েছিল। কিন্তু ধৈর্য্য ধরে নিজের সুযোগের জন্য অপেক্ষা করাটা সহজ নয়। তবে ওঁ সেটা করেছে এবং আজ নিজের সুযোগটাও পেয়েছে।'
অপরিদকে মোহিতও জানান তিনি হার্দিকের সঙ্গে কথাবার্তা বলেই বল করছিলেন। নির্ধারিত চার ওভারে মাত্র ১৮ রান খরচ করে দুই উইকেট নেন মোহিত। নির্বাচিত হন ম্যাচ সেরা। ম্যাচ শেষে মোহিত জানান তিনি মোহালিতে খেলার পূর্ব অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছেন। তিনি বলেন, 'আমি মোহালিতে তিন বছর খেলেছি। আমার মনে হয়েছিল পিচটা একটু মন্থর গতির হলেও হতে পারে। তাই একইরকম বল না করে, বিভিন্ন বিকল্প ব্যবহার করছিলাম। হার্দিক পাশে থাকায় ভালই হয়েছে। ওর সঙ্গে এই নিয়ে কথাবার্তা বলেই সিদ্ধান্ত নিচ্ছিলাম।'
আরও পড়ুন: ঘরের মাঠে সানরাইজার্সের মুখোমুখি কেকেআর, রাবাডার রেকর্ড, এক নজরে আইপিএলের সেরা ৫ খবর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)